কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে?

কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? সঠিক উত্তর পর্তুগীজ

    ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। প্রথম আসেন পর্তুগিজরা যারা ফিরিঙ্গী নামে পরিচিত ছিল।   পর্তুগিজের পর ১৬০২ সালে আসে ওলন্দাজরা বা হল্যান্ড বা নেদারল্যান্ডের নাগরিক। তারা মুসলিম পট্টমে উপনিবেশ ঘাঁটি স্থাপন করেন।   ইস্ট ইন্ডিয়া বাংলায় আসে ১৬০৮ সালে। তাদের কুঠি নির্মাণের অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর।    সর্বশেষ ফরাসিরা আসে ১৬৬৪ সালে। এসে ১৬৬৮ সালে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণ করে। বাংলায় তাদের শ্রেষ্ঠ কুঠি চন্দন নগর।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করে?

ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ভারতবর্ষে এসেছিল-

ইংরেজদের পূর্বে কোন জাতি ভারতবর্ষে বাণিজ্য করতো?

কোন ইউরোপীয় জাতি প্রথম বাংলায় আগমন করে?

ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন---

কারা সর্বপ্রথম বাংলা তথা ভারতবর্ষে আগমন করেন?

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে কোন দেশ?

কোন জাতি সর্বপ্রথম মেয়েদের ভোট দেয়ার অধিকার প্রদান করে?