‘পাথর এবার হঠাৎ নড়ে । ’লালসালু' উপন্যাসে ‘পাথর’ দ্বারা কাকে বুঝানো হয়েছে? সঠিক উত্তর মজিদ

  মজিদ সমাজের একটি টাইপ চরিত্র হলেও উপন্যাসের নায়ক চরিত্র মজিদ। "লালসালু" উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। -“রাত্রে বিছানায় শুয়ে মজিদ গম্ভীর হয়ে থাকে। রহিমা গা টেপে কিন্তু টেপে যেন আস্ত পাথর। সাহেব আইছেন না হেই গেরামে তানি নাকি মরা মাইনষের জিন্দা কইরা অবশেষে মজিদকে সে প্রশ্ন করে- আপনার কী হইছে?     মজিদ কিছু বলে না। উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে রহিমা হঠাৎ বলে- এর পীর দেন? পাথর এবার হঠাৎ নড়ে। আবছা অন্ধকারে মজিদের চোখ জ্বলে ওঠে। ক্ষণকাল নীরব থেকে হঠাৎ কচমট করে তাকিয়ে সে প্রশ্ন করে মরা মানুষ জিন্দা হয় ক্যামনে?”
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

'মরা মানুষ জিন্দা হয় ক্যামনে?' লালসালু' উপন্যাসে এ কথা কে, কাকে বলেছে ?

'লালসালু' উপন্যাসে চোখে বিস্ময়ের ভাব নিয়ে তাহের কাকে দেখছিল?

'হঠাৎ ধনী হওয়া'- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

‘লালসালু’ উপন্যাসে ঔপন্যাসিক রেলগাড়ির ধৈর্য দ্বারা কিসের ইঙ্গিত দিয়েছেন?

'লালসালু' উপন্যাসে কোন অঞ্চলের জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে ?

লালসালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে -

"লালসালু" উপন্যাসে ‘দেশটা কেমন মরার দেশ।’ কোন প্রসঙ্গে বলা হয়েছে?