‘শাকসবজি’ শব্দটি কোন কোন ভাষাযোগে গঠিত?

‘শাকসবজি’ শব্দটি কোন কোন ভাষাযোগে গঠিত? সঠিক উত্তর তৎসম + ফারসি

যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার)+ সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত।যেমন: চন্দ্র, সূর্য,নক্ষত্র প্রভৃতি। ফারসি ভাষা বিদেশি ভাষার অন্তর্গত। যেমনঃ খোদা,গুনাহ, দোযখ প্রভৃতি এসব ফারসি ভাষার শব্দ বিদেশি ভাষার অন্তর্গত।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

"শাকসবজি" শব্দটি নিচের কোন দুইয়ের মিলন?

'শাকসবজি' শব্দটি নিচের কোন দুইয়ের মিলন?

'শাকসবজি' শব্দটি কোন দুইয়ের মিলন?

রতন কাজীপাড়া গ্রামের একটি বাগানে শাকসবজি উৎপাদন করে। রতনের উৎপাদিত দ্রব্যের বাজার কোন ধরনের?