কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? সঠিক উত্তর মৃত্যুক্ষুধা

কাজী নজরুল ইসলাম মাত্র তিনটি উপন্যাস রচনা করেন ।যথা - ১। বাঁধন হারা বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস , এর পত্রগুলো মোসলেম ভারত পত্রিকায় প্রকাশিত হয় , এতে ১৮ টি পত্র থাকে, পত্রগুলোর লেখক - লেখিকা ৯ জন যার মধ্যে ৬ জন নারী, এর প্রধান চরিত্র নুরুল হুদা , কাজী নজ্রুল ইসলাম এটিকে সাংবাধিক ,সাহিত্যিক নলিনীকান্ত সরকারকে উৎসর্গ করেন )। ২। কুহেলিকা - (বাংলা সাহিত্যের সন্ত্রাসী বিপ্লবের উপর লিখিত উপন্যাস ,প্রধান চরিত্র জমিদার পুত্র জাহাঙ্গীর )। ৩। মৃত্যুক্ষুধা - (কাজী নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস , এটি অসহায় যোগ আন্দোলন পটভূমিতে লেখা )। বিদ্রঃ বাকুম শব্দটি মনে রাখার মাধ্যমে উপন্যাস তিনটির নাম মনে রাখতে পারেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি

কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?

কোনটি কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ?

কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস?

কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?

নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি?

কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস?