২০২১ সালের কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'আঁ সের্ত্যাঁ রিগা' বিভাগে বাংলাদেশের কোন সিনেমা মনোনয়ন পেয়েছিলা?

২০২১ সালের কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'আঁ সের্ত্যাঁ রিগা' বিভাগে বাংলাদেশের কোন সিনেমা মনোনয়ন পেয়েছিলা? সঠিক উত্তর রেহানা মরিয়ম নূর

রেহানা মরিয়ম নূর ২০২১ সালে নির্মিত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবং প্রটোকল ও মেট্রোর ব্যানারে প্রযোজনা করেছেন জেরেমি চুয়া। আন্তর্জাতিকভাবে পরিবেশনের উদ্দেশ্যে চলচ্চিত্রটি জার্মানভিত্তিক বিক্রয় ও পরিবেশক সংস্থা ফিল্মস বুটিকের সাথে চুক্তিবদ্ধ হয়। ২০২১ সালে এ চলচ্চিত্রটি ৭৪তম কান চলচ্চিত্র উৎসব আসরের 'আঁ সের্ত্যাঁ রিগা' বিভাগে নির্বাচিত হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে ২০২১ সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদক" পেয়েছেন received the "International Mother Language Award of 2021" for protecting mother languages of the small ethnic communities)-

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন ছবিটি পুরস্কৃত হয়?

কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রপ্ত বাংলাদেশের ছায়াছবি-

কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি?

৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি ছায়াছবি -

২০২১-২০২২ সালের উন্নয়ন বাজেটে যে খাতে ২য় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে-(The 2nd highest allocated sector of the development budget of 2021-2022 is)-