ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডি.লিট.ডিগ্রী প্রদান করে- (The University of Dhaka conferred poet Kazi Nazrul Islam D.itt degree in-) সঠিক উত্তর ১৯৭৪ সালে (1974)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৯৭৪ সালের ৯ জুলাই কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রী প্রদান করা হয়। এর আগে ১৯৭২ সালে ২৪ মে কবিকে ভারত থেকে ঢাকায় আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়। ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারী বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং ২১ শে ফেব্রুয়ারীতে প্রথম একুশে পদক প্রদান করা হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

Kazi Nazrul Islam was a well-loved poet, no other poet since has been so ---

ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে-

what was the name of magazine edited by poet kazi Nazrul Islam?

Jatiya Kazi Nazrul Islam University "holds" six departments.