মুখবিবরের লালাগ্রন্থি থেকে হজমে সাহায্যকারী উপাদান হিসেবে নিঃসত এনাজিয়াম - সঠিক উত্তর টায়ালিন

শর্করা পরিপাকশর্করা পরিপাক হল এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ থেকে নিঃসৃত পাকরসে অবস্থিত শর্করা বিশ্লেষণকারী উৎসেচকের সাহায্যে বিভিন্ন শর্করা বিশ্লিষ্ট হয়ে একক শর্করা উৎপন্ন হয়। শর্করা জাতীয় খাদ্যের পরিপাক মুখগহ্বরে শুরু হয় এবং ক্ষুদ্রান্ত্রে শেষ হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

মুখবিবরের ছাদকে বলে—

কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?

মুখবিবরের ছাদকে বলা হয়

নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে-

মাংস, পোলাও, বিরিয়ানি খাবার পর হজমে সহায়তা করে কোনটি

দই হজমে সহায়তা করে, কারণ এতে রয়েছে-

লালাগ্রন্থি থেকে কোন এনজাইম নিঃসৃত হয়?