মিয়োসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে ?

মিয়োসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে ? সঠিক উত্তর এনাফেজ

মায়োসিস প্রক্রিয়াকে দুটি প্রধান পর্যায়ে ভাগ করা হয় ; যথা - (ক) মায়োসিস-১ ও (খ) মায়োসিস-২মায়োসিস-১ বা প্রথম মায়োটিক বিভাজন :• প্রোফেজ-১ ➞ এই পর্যায়টি অনেক দীর্ঘ হয়,  এর উপ-পর্যায়ে ক্রোমোমিয়ার, বুকে, পোলারাইজড, সিন্যাপসিস, বাইভেলেন্ট, টেট্রাড, কায়াজমা, ক্রসিংওভার, প্রান্তীয়করণ ইত্যাদি দেখা যায়• মেটাফেজ-১ ➞ এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না• অ্যানাফেজ-১ ➞ প্রতি মেরুতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়• টেলোফেজ-১ ➞ নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, জলযোজন ঘটে ফলে ক্রোমোসোমগুলো ক্রমান্বয়ে সরু হতে থাকে ।মায়োসিস-২ বা দ্বিতীয় মায়োসিস বিভাজন :এই বিভাজন প্রক্রিয়াটি মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ তাই একে সমীকরণিক বিভাজনও বলা হয় ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়?

মিয়োসিসে প্রান্তীয়করণ কোন উপ-পর্যায়ে ঘটে?

’অর্ধেক সম্পত্তি’ এখানে অর্ধেক কোন পদ?