' মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। --- কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা -----

' মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। --- কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা ----- সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত

সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: ফেব্রুয়ারি ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

”মধুর চেয়েও আছে মধুর, সে আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি” কবিতার এ অংশবিশেষের রচয়িতা কে?

‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, আমার দেশের মাটি’ -পঙক্তিটির রচয়িতা কে?

‘আমার মাটি লাগায় মোরে মাটি’ এখানে ‘আমার মাটি’ বলতে কী বোঝায়?

“আমার দেশের পথের ধুলা খাঁটি সােনার চাইতে খাঁটি"- চরণ দু'টির রচয়িতা হলেন--

' ও ভাই খাটি সোনার চেয়ে - এই দেশাত্মবোধক গানটির রচয়িতা কে ?