কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?

কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? সঠিক উত্তর ভেনিজুয়েলা

ওপেক এর বর্তমানে এর সদস্য.১৩টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইউএই, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গেবন, ইকুয়েটোরিয়াল গিনি । ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় । সারা পৃথিবীতে তেলের দাম নিধারন এবং রপ্তানি ও আমদানিতে বেশ গুরুত্ব বহন করে । সদস্য দেশগুলোর মধ্যে পরস্পরকে বাণিজ্যিক সুবিধা দিয়ে শুল্কমুক্ত বাণিজ্যের এক বিশাল এলাকা গড়ে তোলা।সংস্থার বর্ণিত মিশনটি হ'ল "তার সদস্য দেশগুলির পেট্রোলিয়াম নীতিগুলিকে সমন্বিত ও একীকরণ করা এবং তেল বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা, যাতে ভোক্তাদের পেট্রোলিয়ামের একটি দক্ষ, অর্থনৈতিক এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করা যায়, উত্পাদনকারীদের একটি স্থিতিশীল আয় হয় এবং" পেট্রোলিয়াম শিল্পে বিনিয়োগকারীদের জন্য মূলধনের উপর ন্যায্য প্রত্যাবর্তন। " সংস্থাটি আন্তর্জাতিক তেল বাজার সম্পর্কিত তথ্য সরবরাহকারীও। ওপেকের বর্তমান সদস্যরা হলেন: আলজেরিয়া, অ্যাঙ্গোলা, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, লিবিয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, সৌদি আরব (দ্য ফ্যাকো লিডার), সংযুক্ত আরব আমিরাত এবং ভেনেজুয়েলা । ইন্দোনেশিয়া ও কাতার প্রাক্তন সদস্য।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?

ওপেক (OPEC)-ভুক্ত অ-আরব এশীয় দেশ কোনটি?

যে দেশ 'বাংলাদেশ দিবস' পালনের উদ্যোগ গ্রহণ করেছে-

কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়?

কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করেছিল?

বিতর্কিত টিপাইমুখ বাঁধ কোন্ রাজ্যের কোন নদীর উপর নির্মাণের জন্য ভারতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে?