মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক?

মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? সঠিক উত্তর জমিদার দর্পণ

মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে জমিদার দর্পণ একটি নাটক। জমিদার দর্পণ নাটকের সমাজ চিত্র হোসেন, মীর মশাররফ (১৮৪৭ - ১৯১২) ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম। পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন জমিদার। জমীদার দর্পন নাটকের প্রকৃত মূল্য সমাজ চিত্র অংকনে, সামাজিক আনেদনে বৃটিশ শাসনের এক গুরুত্ব পূর্নকালে ধর্ম ধ্বজী মানুষের মুখোশ উন্মোচন, বিচার ব্যবস্থার ত্রূটি ও দুনীতি এবং অত্যাচার অবিচার মোচনে রাজশক্তির প্রতি অহতুক নির্ভরতা ও প্রতিকার প্রার্থনার চিত্র এখানে রূপায়িত।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

মীর মশাররফ হোসেন নিচের কোন নাটকটির রচয়িতা?

মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?

মীর মশাররফ হোসেন রচিত “বিষাদ সিন্ধু” উপন্যাসের চরিত্র নয় কোনটি?

মীর মশাররফ হোসেন রচিত নাটকের ঠিক বানান কোনটি?

রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয় ?

মীর মশাররফ হোসেন রচিত “বিষাদ সিন্ধু” কোন ধরনের রচনা?

মীর মশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন?

মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:

Choose the correct translation of the following sentence--'মীর মশাররফ হোসেন ছিলেন বিচিত্র ধর্মী লেখক'":

মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ?