তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?

তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? সঠিক উত্তর বিকিরণ

তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ। যে পদ্ধতিতে তাপ পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে বা উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চালিত হয় সে পদ্ধতিকে পরিবহন বলে। যে পদ্ধতিতে তাপ কোন পদার্থের অণুগুলো চলাচল দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে পরিচলন বলে। যে পদ্ধতিতে তাপ মাধ্যমের সাহায্যে ছাড়াই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি?