নিচের সমাসবদ্ধ পদগুলোর মধ্যে কোনটি কর্মধারয় সমাস?

নিচের সমাসবদ্ধ পদগুলোর মধ্যে কোনটি কর্মধারয় সমাস? সঠিক উত্তর মহাকাব্য

যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

যদি Coke এর মধ্যে চিনির পরিমাণ Pepsi এর মধ্যে চিনির পরিমাণের চেয়ে বেশি হয় এবং Pepsi এর মধ্যে চিনির পরিমাণ Sprite এর মধ্যে চিনির পরিমাণের চেয়ে কম হয় তবে নিচের কোনটি সঠিক?

কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?

কোনটি রুপক কর্মধারয় সমাস ?

মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?

কোনটি রূপক কর্মধারয় সমাস?