কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?

কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি? সঠিক উত্তর মেরু অঞ্চলে

কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ g(g = অভিকর্ষীয় ত্বরণ) এর ওপর নির্ভরশীল। যে অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ বেশি, সেই অঞ্চলের বস্তুর ওজন বেশি হয়ে থাকে। আবার যে অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ কম সে অঞ্চলের বস্তুর ওজন কম। অর্থাৎ g এর মান বৃদ্ধি পেলে বস্তুর ওজন বৃদ্ধি পায় এবং g এর মান হ্রাস পেলে বস্তুর ওজনও হ্রাস পায়। মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোনো বস্তুর ওজন যে অঞ্চলে সবচেয়ে বেশি হয়-

একটি বস্তুর বাতাসে ওজন 100 গ্রাম এবং পানিতে ওজন 80 গ্রাম । বস্তুর ঘনত্ব -