'কবর' কবিতা কোন কব্যগ্রন্থের অন্তর্গত?

'কবর' কবিতা কোন কব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর রাখালী

'কবর' কবিতা রাখালী কব্যগ্রন্থের অন্তর্গত। কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু’দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে। ১৯২৫ সালে কবি জসীমউদ্দীন রচিত ‘কবর’ কাবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যায় ‘গ্রাম্য কবিতা’ পরিচয়ে মুদ্রিত ‘কবর’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া জাগিয়েছিল।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

'কবর' কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত ?

জসীমউদ্দীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

জসীমউদ্‌দীনের ' কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

কবি জসীম উদ্দিনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়-

‘কবর’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

জসিমুদ্দিন এর কবর কবিতা টি কোন ছন্দে রচিত

’কবর' কোন ধরনের কবিতা?

জসীম উদ্দীনের ‘কবর’ কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় ?

কবর কবিতা অনুযায়ী বৃদ্ধের ছেলে কোন মাসে মারা যায়

’কবর’ কবিতা প্রথম কোন পত্রিকায় ছাপা হয়?