'সতী ময়না-লোর চন্দ্রানী'র রচয়িতা-

'সতী ময়না-লোর চন্দ্রানী'র রচয়িতা- সঠিক উত্তর দৌলত কাজী

'সতী ময়না - লোর চন্দ্রানী'র রচয়িতা - দৌলত কাজী। মিয়া সাধন নামক একজন হিন্দি ভাষী মুসলিম কবি রচিত "মৈনাসত" (কাব্যটি আসলে 'ঠেট গোহারি' বা একধরনের গ্রাম্য হিন্দি ভাষায় লেখা) নামক কাব্যই ছিল কবি দৌলত কাজীর “সতী ময়না ও লোর চন্দ্রানী" কাব্য রচনায় আদর্শ। এই কাব্যের সঠিক রচনাকাল জানা যায়নি। তবে অনুমান করা হয় ১৬২২ থেকে ১৬৩৮ সালের মধ্যে এই কাব্য রচনা করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এই মহাকাব্য সমাপ্ত হওয়ার আগেই তিনি মৃত্যুবরন করেন। কবির মৃত্যুর ২০ বছর পরে ১৬৫৯ সালে কবি আলাওল(আনুমানিক ১৫৯৭ - ১৬৭৩) কাব্যের শেষাংশ রচনা করেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

'সতী ময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা--

'সতী ময়না ' ও ' লোরচন্দ্রানী" আখ্যানের রচয়িতা কে?

'সতী ময়না' ও 'লোরচন্দ্রানী' আখ্যানের রচিয়তা কে?

“ক্যাগুলার মার মত সতী-লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই”— উক্তিটি কার?

নিকষা সতী কার জননী?

'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -----

'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থের রচয়িতা -----

"মেঘনাদবধ" কাব্যের রচয়িতা কে?

"চাচাকাহিনী" এর রচয়িতা কে?

মহাশ্মশান কাব্যগ্রন্থের রচয়িতা কবি কায়কোবাদের আসল নাম কি?