কোনটিকে নীরব ঘাতক বলা হয়? সঠিক উত্তর CO

কার্বন মনোক্সাইড মানুষের অজান্তেই খুব সহজেই শ্বাসের সাথে ফুসফুসে চলে যায় । সেখানে গিয়ে ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে এবং রক্তের হিমোগ্লোবিনের আয়রন এর সাথে CO লিগ্যান্ডরূপে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠনে বাধা দেয় । CO গ্যাস অক্সিহিমোগ্লোবিন ভেঙ্গে কার্বক্সিহিমোগ্লোবিন গঠন করে ।যার ফলে অক্সিজেন বহুরূপে কাজ করতে পারে না, শ্বাসকষ্ট হয় এবং হৃদরোগে আক্রান্ত মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে । তাই কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয় ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

নীরব ঘাতক কোনটি ?

এইডসকে ঘাতক বা মরণব্যাধি বলা হয় কেন?