ক্লাস এইট বাংলা ১ম পত্র প্রার্থী এমসিকিউ প্রশ্ন

  • সূর্যের কাছে রাস্তার ধারের উলঙ্গ ছেলেটার জন্য উত্তাপ চাওয়ার মধ্যে কবির যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো-
  • লিয়াকতের কার্যক্রমে ‘প্রার্থী’ কবিতায় যে দিকটি ফুটে উঠেছে তা হলো-
  • ‘প্রার্থী’ কবিতায় কবি সুকান্তের জ্বলন্ত অগ্নিপি- হওয়া আর উদ্দীপকে লিয়াকতের শোকগ্রস্ত হওয়া আসলে-
  • ‘প্রার্থী’ কবিতার কবির যে মনোভাব সুমনের মধ্যে প্রকাশ পেয়েছে তা হলো-
  • ‘চকোর চায় চন্দ্রমায়’ চরণে ‘চন্দ্রমা’ ‘প্রার্থী’ কবিতার কোনটির সাথে তুলনীয়?
  • রাস্তার ধারের ছেলেটিকে কবি কেমন ছেলে বলে উল্লেখ করেছেন?
  • ‘বামপন্থি বিপ্লবী’ কবি বলা হয় কাকে?
  • কবি সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন কেন?
  • ● নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে
  • ‘প্রার্থী’ কবিতায় কবি সূর্যের মতো জ্বলন্ত অগ্নিপিণ্ড হতে চেয়েছেন কেন?
  • কবি সূর্যের অবদান থেকে কী নিতে চান?
  • ‘প্রার্থী’ শব্দটি দিয়ে কবি বুঝিয়েছেন
  • ‘প্রার্থী’ কবিতায় কবির যে মানসিকতা প্রকাশ পেয়েছে-
  • ‘প্রার্থী’ কবিতায় কার সাথে উমরের কীর্তির সাদৃশ্য রয়েছে?
  • উক্ত সাদৃশ্যধারীর কাছ থেকে আমরা যা লাভ করতে পারি তা হলো-
  • সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিষ্টাব্দে?
  • সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
  • সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন?
  • কবি সুকান্ত ভট্টাচার্য কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন?
  • কত খ্রিষ্টাব্দে কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন?
  • কবি সুকান্ত ভট্টাচার্য বামপন্থি-বিপ্লবী কবি হিসেবে খ্যাতি অর্জন করেন কেন?
  • আসলাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও সে অল্প বয়সেই সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের মুক্তির জন্য কাজ করে চলছে। আসলামের কার্যাবলির সঙ্গে কোন কবির কার্যাবলি সাদৃশ্যপূর্ণ?
  • সুকান্ত ভট্টাচার্য কেমন পরিবারের সন্তান ছিলেন?
  • কোন বয়সে সুকান্ত নিজেকে শোষিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড় করিয়েছেন?
  • ‘ঘুম নেই’ গ্রন্থটি কার লেখা?
  • শীতার্ত মানুষ কীভাবে শীতের রাত কাটায়?
  • কবি সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান কেন?
  • ‘প্রার্থী’ কবিতায় কবি কেমন রাতের কথা বলেছেন?
  • এক টুকরো কাপড়ে কান ঢেকে শীত পাড়ি দেয় কারা?
  • ‘প্রার্থী’ কবিতার প্রথমে কবি কাকে সম্বোধন করেছেন?
  • কোন সময়ের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়ে দামি বলে মনে হয়?
  • ‘প্রার্থী’ কবিতায় ‘জ্বলন্ত অগ্নিপিণ্ড’ বলা হয়েছে কাকে?
  • সূর্যের কাছে উত্তাপ পেয়ে আমরা একদিন কীসে পরিণত হব?
  • সূর্যের উত্তাপে আমাদের কী পুড়বে?
  • ‘প্রার্থী’ কবিতার মূল বিষয় কী?
  • কবি সুকান্ত হিমশীতল সুদীর্ঘ রাতে কেন সূর্যের প্রতীক্ষায় থাকেন?
  • অসহায় নিপীড়িত মানুষ সারারাত খড়কুটো জ্বালিয়ে রাখে কেন?
  • শীতের সকালের এক টুকরো রোদ সোনার চেয়ে দামি মনে হয় কেন?
  • বাবু, সাবু, রাবুদের শীতের কাপড় নেই। তাই তারা ভোরবেলা থেকে সূর্যের আলোর প্রতীক্ষায় থাকে। এখানে বাবু, সাবু, রাবু ‘প্রার্থী’ কবিতার কীসের প্রতীক?
  • ‘প্রার্থী’ কবিতায় ‘হে সূর্য’ কথাটি কতবার ব্যবহৃত হয়েছে?
  • Download our App Bissoy