এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কোনটিকে কেন্দ্র করে বিপণন কর্মকাণ্ড পরিচালিত হয়?
  • কোনটি আধুনিক বিশ্বের বিনিময় কর্মকাণ্ডের নিয়ামক হিসেবে কাজ করছে?
  • কাকে বাজারের এলাকা নিয়ে সবসময় চিন্তা করতে হয়?
  • কোথায় ক্রেতা ও বিক্রেতারা সম্মিলিত হয়?
  • কোনটি থাকলে বাজারের আয়তন জাতীয় সীমানা ছাড়িয়ে যায়?
  • কোথায় বিপণনকারীদের মধ্যে সর্বদা প্রতিযোগিতা বিদ্যমান থাকে?
  • বাজারকে কয় ভাগে ভাগ করা হয়?
  • ভোগ্যপণ্যের ক্রেতা সাধারণকে নিয়ে গঠিত বাজারকে বলা হয়—
  • পুনরায় উৎপাদন কিংবা বিক্রয়ের উদ্দেশ্যে গঠিত বাজারকে কী বলে?
  • কোন বাজারকে উৎপাদনের বাজার বলা হয়?
  • যে বাজারের ক্রেতারা পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে পণ্যসামগ্রী ক্রয় করে—
  • যেসব প্রতিষ্ঠান সরকারি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে থেকে পণ্য ও সেবা-সামগ্রী ক্রয় করে তাকে কোন বাজার বলে?
  • কোন বাজারের ক্রয় মূলত জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে হয়ে থাকে?
  • ভোক্তাবাজার গঠিত হয়—
  • বাজারের আয়তনের ওপর ভিত্তি করে কী নির্ধারণ করা হয়?
  • ভোক্তাবাজারের ক্রেতারা কোনটির জন্য বেশি সময় ব্যয় করে না?
  • কোন বাজারে আয়তন বড় হওয়ায় প্রতিযোগী সংখ্যা বেশি থাকে?
  • কোন বাজারের ক্রেতাদের ক্রয় ক্ষমতা কম থাকে?
  • কোন বাজারের ক্রেতারা নির্দিষ্ট এলাকায় অবস্থান করে?
  • বণ্টনপ্রণালি তুলনামূলকভাবে ছোট হয়—
  • কোন বাজারের ক্রেতারা পণ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখে?
  • শিল্পবাজারের ক্রেতাদের পণ্য ক্রয়ের মূল উদ্দেশ্য হলো—
  • কোন ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করা হয়?
  • কোন বাজার বয়সের ভিত্তিতে বিভক্তি করা হয়?
  • প্রসাধনী কিসের ভিত্তিতে ভাগ করা হয়?
  • কোনটি ভোক্তার ক্রয় আচরণ ও ভোগ প্রবণতাকে প্রভাবিত করে?
  • কোনটির উপর ভিত্তি করে শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে?
  • বাজার বিভক্তিকরণে কোনটিকে প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়?
  • যেকোনো প্রতিষ্ঠানের কেন্দ্রীভূত ক্রয় কৌশল থেকে আলাদাপ্রকৃতির হয়—
  • কোনটির উপর ভিত্তি করে শিল্পবাজার বিভক্ত করা হয়?
  • সমগ্র বাজারকে কতকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করাকে কী বলে?
  • সম্পদের দক্ষ ও উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা হয়—
  • বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে অন্যতম বিবেচ্য বিষয় হলো—
  • বাজার বিভক্তিকরণের পূর্বে বিপণনকারীকে কোন বিষয়টি আগে বিবেচনা করতে হবে?
  • সর্বপ্রথম কত সালে বিপণন মিশ্রণ ধারণাটি ব্যবহার করা হয়?
  • কোনটি ভোক্তাদের কেন্দ্র করে আবর্তিত হয়?
  • ক্রেতার সামনে পণ্যকে আকর্ষণীয় করে তোলে—
  • পণ্য উৎপাদন হয় নির্দিষ্ট অঞ্চলে কিন্তু তার ভোগ চলে সারাদেশব্যাপী। এটি সম্ভব হয়—
  • বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করে—
  • বাজার হচ্ছে—
  • Download our App Bissoy