এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ‘সাধারণত পেশাজীবীদের উচ্চ বেতন, উচ্চ সামাজিক মর্যাদা এবং কাজ করার স্বাধীনতা থাকে – উক্তিটি কে করেছেন?
  • পেশা কোন শব্দ থেকে উদ্ভূত?
  • নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞানভিত্তিক জীবিকা নির্বাহের পন্থাকে কী বলা হয়?
  • চিকিৎসকের চিকিৎসা একটি পেশা কেন?
  • মানুষ তার জীবনধারণের জন্য যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাকে কী বলে?
  • পেশার মূল দিক কোনটি?
  • পেশা ও বৃত্তির মধ্যে কোন বিষয়টির মিল রয়েছে?
  • কত সালে গ্রিনউড পেশার বৈশিষ্ট্য নির্ধারণ করেন?
  • ‘বস্তুতপক্ষে সমাজকর্ম একটি ব্যাপক দৃষ্টিভঙ্গিসম্পন্ন পেশী; যা মানবজীবনের প্রায় প্রতিটি দিক এবং উপাদান নিয়ে ব্যাপৃত’— উক্তিটি কার?
  • কোনো বৃত্তিকে পেশা বলা যাবে যখন উক্ত বৃত্তির কাজটি —
  • যেকোনো পেশাকে পরিপূর্ণ পেশার মর্যাদা অর্জন করতে হলে—
  • আধুনিক শিল্পবিপ্লবোত্তর সময়ে প্রতিটি পেশায় যুক্ত হয়েছে সংশ্লিষ্ট বিষয়ের
  • মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড পেশাদার কর্মীদের নিয়ন্ত্রণ করে –
  • কোন ধরনের পরিবর্তন সমাজজীবনে নানা ধরনের বিশৃঙ্খলা ও অসামঞ্জস্য সৃষ্টি করে?
  • স্থানীয় একটি এনজিও রূপসা এলাকার প্রায় অর্ধ শতাধিক বেকার যুকবদের আত্মনির্ভরশীল করার উদ্যোগ নিয়েছে । এখানে কোন পেশার ইঙ্গিত রয়েছে?
  • কোন সমাজে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা
  • ওয়ার্নার ডব্লিউ বোয়েম কত সালে সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেন?
  • সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন?
  • সমাজকর্ম সমাজে কাদের জন্য একটি বহুমুখী দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানবিক পেশা হিসেবে স্বীকৃত?
  • সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কী?
  • সমাজকর্ম একটি সুখী ও সুন্দর সমাজব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালায় সমস্যার –
  • পেশাদার সমাজকর্মী বিশেষ ভূমিকা পালন করে
  • সমাজকর্ম সাহায্যাথীকে সরাসরিভাবে-
  • কোনটি বিচারবোধ হিসাবে ব্যক্তিগত বা দলগত কল্যাণে প্রযোজ্য হয়?
  • ব্যক্তি ও সমাজকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত কোনটি?
  • সামাজিক মূল্যবোধ কোন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তার করে?
  • চরম মূল্যবোধ হলো –
  • যার ভিত্তিতে মানুষের আচার-আচরণের ভালো- মন্দ বিচার করা হয়, তাকে কী বলে?
  • কীসের ভিত্তিতে ব্যক্তি পৃথিবীর অন্য সবকিছুর থেকেবনিজের ব্যক্তিসত্তাকে অধিক প্রাধান্য দেয়?
  • কোন মূল্যবোধ যুগল বিপরীতমুখী?
  • কোনো রাষ্ট্র উন্নত ও শক্তিশালী হতে হলে তার নাগরিকদের কোন মূল্যবোধ ধারণ করা উচিত?
  • যখন সমাজ কর্তৃক প্রতিটি মানুষ ভালবাসা ও সম্মান প্রাপ্ত হয় তখন আইন বা বিধানের তুলনায় কোন মূল্যবোধ শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হয়?
  • মূল্যবোধের ওপর ভিত্তি করে ব্যক্তির যেসববকর্মকাণ্ড পরিচালিত হয় তা হলো—
  • সামাজিক মূল্যবোধের উৎকৃষ্ট উদাহরণ-
  • সমাজকর্মে কর্মসম্পাদনে উপায় হিসেবে মূল্যবোধের উদাহরণ হলো —
  • মূল্যবোধ ব্যবস্থা বলতে বোঝায়-
  • সামাজিক মূল্যবোধের উৎকৃষ্ট উদাহরণ –
  • জাতীয় মূল্যবোধ প্রতিফলিত করে দেশের—
  • এ বিষয়টির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
  • সমাজে মানুষের আচরণের মানদণ্ড হিসেবে কাজ করে কোনটি?
  • Download our App Bissoy