এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কোন যুগের অবসান ঘটলে ভূমিদাস ও তাদের পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়ে?
  • ইংল্যান্ডে বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে দায়িত্ব সমস্যা প্রকট আকার ধারণ করে কোন যুগে?
  • ১৩৪৮ খ্রিষ্টাব্দের মহামারিতে ইংল্যান্ডের কতবশতাংশ লোক মৃত্যুমুখে পতিত হয়?
  • দরিদ্র ও অসহায়দের জন্য ইংল্যান্ড সরকার কর্তৃক আইন স্বীকৃত হয় কীভাবে?
  • ইংল্যান্ডে শ্রমিকদের কর্ম সময় ও মজুরি নিয়মিত করা এবং একটি শিক্ষানবিস ব্যবস্থায় কারিগরি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কত খ্রিষ্টাব্দে একটি আইন প্রণয়ন করা হয়?
  • ১৩৪৮ খ্রিষ্টাব্দে জাতীয় দুর্যোগ হিসেবে কোন দেশে প্লেগ রোগ ‘ব্ল্যাক ডেথ’ নামে পরিচিতি লাভ করে?
  • ১৩৪৯-১৫৯৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রণীত আইনগুলো ব্যর্থতায় পর্যবসিত হয় কেন?
  • দরিদ্র আইন বলতে বোঝায়—
  • ১৩৪৯-১৫৯৭ খ্রিষ্টাব্দের মধ্যে প্রণীত আইনগুলো প্রণয়ন করা হয়েছিল—
  • ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ আইন প্রণয়ন করেন—
  • এই ব্যক্তির আইন প্রণয়নের ফলে—
  • কোন আইনকে বর্তমান বিশ্বের আধুনিক ও পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়?
  • ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন কত খ্রিষ্টাব্দে সংস্কার করা হয়?
  • ১৬০১ খ্রিষ্টাব্দের দারিদ্র্য আইন অনুযায়ী কারা সাহায্যাথী দরিদ্রদের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করত?
  • এলিজাবেথীয় দরিদ্র আইনে অক্ষম দরিদ্রদের পুনর্বাসনের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়?
  • ওভারসিয়ারের মাধ্যমে কাদের সাহায্য করা হতো?
  • অন্ধ বাবা, সুস্থ সবল মা এবং পিতামাতাহীন চাচাতো বোন রায়নাকে নিয়ে রাস্তায় ভিক্ষা করছে শর্মিলা। এ ঘটনায় ইংল্যান্ডে প্রণীত কোন আইনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
  • ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইন প্রণীত হয় কোন সরকারের অধীনে?
  • ১৮৩৪ খ্রিস্টাব্দের দরিদ্র আইনে দরিদ্র শ্রমাগারকে ‘দরিদ্রঃজেলখানা’ হিসেবে অভিহিত করেন কে?
  • ইংল্যান্ডে দরিদ্র সংস্কার আইন ১৮৩৪ প্রণয়নের কত বছরের মধ্যে দরিদ্র সাহায্য ব্যয় এক- তৃতীয়াংশ কমে যায়?
  • Outdoor Relief Regulation Order- প্রণীত হয় কখন?
  • ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইনকে নির্মম বলা হয় কেন?
  • ‘Oliver Twist’ গ্রন্থটি কে রচনা করে?
  • ‘ব্ল্যাক ডেথ’ হলো –
  • Lowest bidder হলো-
  • ১৮৩২ খ্রিষ্টাব্দের রাজকীয় কমিশনের মূল লক্ষ্য ছিল—
  • দরিদ্র সংস্কার আইন ১৮৩৪-এর আওতায় বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়—
  • ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন সৃষ্টি হয়েছিল মূলত–
  • ১৮৩৪ খ্রিষ্টাব্দের আইন প্রয়োগের ক্ষেত্রে অনুসরণ করা হয়-
  • উদ্দীপকে কোন আইনের ইঙ্গিত রয়েছে?
  • উদ্দীপকের আইন অনুযায়ী প্রধান বিধান হলো—
  • ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সুপারিশমালায় স্থানীয় সাহায্য ও সংস্থার প্রশাসনগুলোকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
  • ১৯০৬ সালের খাদ্য আইনে কী করা হয়েছে?
  • ১৯০৭ সালের শিক্ষা আইনের আলোকে বৃদ্ধদের সামাজিক নিরাপত্তার জন্য কত সালের বৃদ্ধকালীন পেনশন আইন পাস করা হয়?
  • ১৯০৯ সালের শ্রমিক বিনিময় আইনে অক্ষম দরিদ্রদের দরিদ্রাগারে রাখার পরিবর্তে কীসের উদ্যোগ নেওয়া হয়?
  • কোন আইনে বেকার শ্রমিকদের এবং বেকার বিমা বহির্ভূত তাদের জন্য বেকার সাহায্য প্রদানে ব্যবস্থা গৃহীত হয়?
  • কোন শিল্পায়িত সমাজে উপার্জনহীনতাকে সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন?
  • ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আদর্শ মডেল হিসেবে স্বীকৃত –
  • বিভারিজ মানবসমাজে অগ্রগতির প্রধান অন্তরায় হিসেবে কয়টি দৈত্যের কথা উল্লেখ করেছেন?
  • বিভারিজ রিপোর্টের ভিত্তিতে যেসব সামাজিক আইন প্রণয়ন করা হয় যেসব কর্মসূচির মধ্যে পারিবারিক ভাতা কর্মসূচি ব্যতীত অন্য কর্মসূচিগুলো কবে চালু হয়?
  • Download our App Bissoy