এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • Culture শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
  • বাংলাদেশের সংস্কৃতির বিদ্যমান রূপ হলো—
  • কার মতে, সাংস্কৃতির স্বাধীন নিকটি নির্ভরশীল দিকটিকে পেছনে ফেলে দেয়?
  • কে সংস্কৃতির ব্যবধান বোঝাতে গিয়ে উন্নয়নশীল দেশে বস্তুগত- অবস্তুগত বিষয়কে টেনে এনেছেন?
  • Culture শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
  • উৎপাদন কৌশল কোন ধরনের সংস্কৃতি-
  • সংস্কৃতির ক্ষেত্রে কোনটি সঠিক?
  • বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি –
  • জাতীয় জীবনে সাংস্কৃতিক ঐতিহ্য নির্মাণে কোনটির গুরুত্ব অপরিসীম?
  • কোনটি সামাজিক সংহতি সংরক্ষণে সহায়তা করে?
  • ‘মানবসৃষ্ট সবকিছুর সমষ্টিই হলো সংস্কৃতি’ -উক্তিটি কার?
  • “Culture is what we are and Civilization is what we use” সংজ্ঞটি কে প্রদান করেছেন?
  • সংস্কৃতি বলতে প্রকৃত অর্থে কী বোঝায়?
  • সমাজের প্রথা, প্রতিষ্ঠান, বিশ্বাস, মূল্যবোধকে একত্রে বলা হয়-
  • চিত্তবিনোদন মানুষের কোন ধরনের চাহিদা?
  • আদিম সাম্যবাদী সমাজে উৎপাদনশক্তি বৃদ্ধির ফলে কোন প্রথার প্রচলন ঘটে?
  • কার্ল মার্কসের মতে, কোনটি প্রথম শ্রেণিনির্ভর শোষণমূলক সমাজ?
  • সংস্কৃতির স্বাক্ষর বহন করে কোনটি?
  • বহির্বিশ্বে একটি স্বাতন্ত্র্য জাতি হিসেবে পরিচিত করে তোলে কোনটি?
  • ‘সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া, মার্জিত হওয়া বা রুচিশীল হওয়া’— কার মত?
  • মানুষ সংস্কৃতির পরিবর্তন করে কেন?
  • ‘সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত আচার-আচরণ, ব্যবহার, জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা, নীতি-প্রথা, আইন ইত্যাদির জটিল সমন্বয়ই সংস্কৃতি।’ -সংজ্ঞাটি কার? মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট।
  • গ্রাম্য সংস্কৃতির কোন উপাদানটি বাংলাদেশের গণতন্ত্রকে বিকশিত করেছে?
  • কোনটি গ্রামীণ সংস্কৃতি বহির্ভূত?
  • লোক সাহিত্যের উপাদান নয় কোনটি?
  • সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি কে প্রদান করেন?
  • বাংলাদেশে সাংস্কৃতিক ব্যবধানের কারণে কোনটি হচ্ছে?
  • বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নকে বলে –
  • ‘Fundamental Sociology’ গ্রন্থটির লেখক কে?
  • সংস্কৃতি ধ্বংস করা যায় না কেন?
  • ‘Social Structure of Values’ গ্রন্থের লেখক কে?
  • মানুষের চিন্তা-ভাবনা, কল্পনা, আচার-আচরণ, অভ্যাস ও বিশ্বাস ইত্যাদিকে বোঝানোর জন্য কোন প্রত্যয়টি ব্যবহার করা হয়?
  • সংস্কৃতি কী?
  • উপাদানের ভিত্তিতে সংস্কৃতি কয়ভাগে বিভক্ত?
  • ‘Culture’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
  • ‘Colere’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  • ‘Colere শব্দটির অর্থ কী?
  • প্রকৃত অর্থে সংস্কৃতি কোনটি?
  • বাংলাদেশে কোন ধরনের সংস্কৃতি বিদ্যমান রয়েছে?
  • কোনটি বাংলাদেশের সংস্কৃতিতে বিরাট অংশ জুড়ে রয়েছে?
  • Download our App Bissoy