এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৭ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও তাদের কর্মের শর্তাবলি কী দ্বারা নির্ধারিত হয়?
  • সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কর্মকমিশন গঠিত হয়েছে?
  • কর্মকমিশন কার নিকট বার্ষিক রিপোর্ট প্রদান করেন?
  • বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কে?
  • বাংলাদেশের সংবিধান অনুসারে সকল ক্ষমতার মালিক কে?
  • সরকারি কর্ম কমিশনকে কেন একটি নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে?
  • কর্মকমিশনের সদস্যদের কার্যকাল কত বছর বয়স পর্যন্ত?
  • কর্মকমিশন কর্তৃক পেশকৃত বাৎসরিক রিপোর্ট রাষ্ট্রপতি কোথায় উপস্থাপনের ব্যবস্থা করবেন?
  • ‘Spoils System’ কী?
  • বিশ্বের প্রায় সর্বত্র কোন বিভাগের প্রাধান্যের ওপর জোর দেওয়া হয়েছে?
  • রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়নের দায়িত্ব কার?
  • বাংলাদেশের কর্মবিভাগকে কয় ভাগে ভাগ করা যায়?
  • ১৯৭২ সালে বাংলাদেশ কর্মকমিশন নির্দেশ জারি করেন কে?
  • বাংলাদেশ সরকারি কর্মকমিশন রাষ্ট্রপতির কত নং অধ্যাদেশ ছিল?
  • কর্মকমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের পর কত বছর পর্যন্ত স্ব স্ব পদে বহাল থাকবেন?
  • কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে বা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সে সম্বন্ধে তারা কাকে উপদেশ দান করেন?
  • মোজাম্মেল দলীয় বিবেচনায় চাকরি পেয়েছে। সে সরকারি কাজে কী সমস্যা তৈরি করবে?
  • কর্মকমিশনের সাথে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কীভাবে জড়িত?
  • কর্মকমিশনের সাথে রাষ্ট্রপতির উপদেশ বিনিময়ের কারণ কী?
  • সরকারি কর্মকমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন- এই কথাটি বলা হয়েছে সংবিধানের কত অনুেচ্ছেদে?
  • বাংলাদেশে কর্মকমিশনের নিরপেক্ষতা বিঘ্নিত হয় কীভাবে?
  • সংসদ প্রণীত যেকোনো আইন সাপেক্ষে কর্মকমিশনের সভাপতি ও সদস্যদের কর্মের শর্তাবলি কার আদেশে নির্ধারিত হয়?
  • সাংবিধানিক প্রতিষ্ঠান তুলো —
  • সাংবিধানিক প্রতিষ্ঠান নয়—
  • বাংলাদেশ কর্মকমিশনের উদ্দেশ্যগত দিক থেকে মিল পাওয়া যায়-
  • প্রজাতন্ত্রের কর্মচারীদের আইনের দ্বারা এক বা একাধিক কর্মকমিশন গঠন করার কথা বলা হয়-
  • মাসুদ সাহেব একজন সচিব। কিছুদিন পর তিনি অবসরে যাবেন। তিনি বাংলাদেশের উপকার করেছেন তার-
  • কর্মকমিশনের সভাপতি নিযুক্ত হয় —
  • সাংবিধানিক পদের অধিকারী-
  • ‘নির্বাচন কমিশন’ কীভাবে নির্বাচন পরিচালনা করে?
  • প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন?
  • কোনটি নির্বাচন কমিশনের কাজ নয়।
  • বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন ব্যবস্থায় সংগঠন, নির্বাচনি বিধিবিধান এবং নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের জন্যে নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা রয়েছে?
  • নির্বাচন কমিশনের সভাপতি কে?
  • সংসদ প্রণীত আইনের বিধান সাপেক্ষে কে নির্বাচন কমিশনারদের কাজের শর্তাবলি নির্ধারণ করবেন?
  • এ পর্যন্ত বাংলাদেশে কত জন প্রধান নির্বাচন কমিশনার কর্মরত থেকেছেন?
  • রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের পরবর্তী কত দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্যে নির্বাচন অনুষ্ঠিত হবে?
  • নির্বাচন কমিশনের কাজ কী?
  • বাংলাদেশে নির্বাচন কমিশন-
  • নির্বাচন কমিশনের দায়িত্ব হলো—
  • Download our App Bissoy