এইচএসসি অর্থনীতি ২য় পত্র ৭ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • প্রাচীনপন্থী অর্থনীতিবিদরা কীসের ভিত্তিতে মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিয়েছেন?
  • কোনটি মুদ্রাস্ফীতির হ্রাসের জন্য দায়ী?
  • ‘অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে’— উক্তিটি কার?
  • আধুনিক অর্থনীতিবিদরা মুদ্রাস্ফীতির সংজ্ঞা ও প্রকৃতি নির্ণয়ে কোনটি ব্যবহার করেন?
  • অর্থের যোগান বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে না?
  • কোনটি মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য?
  • মুদ্রাস্ফীতি মূলত কী নির্দেশ করে?
  • অর্থের যোগান স্থির থেকে উৎপাদন কমে গেলে কোনটি দেখা দেয়?
  • জামাল সাহেব আগে অল্প টাকা দিয়েই প্রয়োজনীয় বাজার করতে পারতেন। কিন্তু বর্তমানে ব্যাগ ভর্তি টাকা দিয়েও পকেট ভর্তি বাজার হয় না। অর্থনীতিতে এ ধরনের সমস্যাকে কী বলে?
  • মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে অর্থের মূল্য কী হয়?
  • একটি দেশে মুদ্রাস্ফীতি ঘটলে-
  • একটি দেশে মুদ্রাস্ফীতি ঘটলে কমে যায়—
  • মি. রাকিবের ভ্রমণকৃত দেশটিতে ২০১৭ তে মুদ্রাস্ফীতির হার কত?
  • উক্ত হার পরিমাপে বিবেচনা করতে হয়-
  • উদ্ভবের কারণের ভিত্তিতে মুদ্রাস্ফীতি কত প্রকার?
  • দেশে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে কোন মুদ্রাস্ফীতি দেখা দেয়?
  • দ্রব্যমূল্য দ্রুত গতিতে বাড়লে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
  • অর্থনৈতিক কর্মকাণ্ডকে উজ্জীবিত করে কোন ধরনের মুদ্রাস্ফীতি?
  • মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দাম নিয়ন্ত্রণ, রেশনিং, প্রভৃতি সরকারি ব্যবস্থা গ্রহণ করা হলে কোন ধরনের মুদ্রাস্ফীতি ঘটে?
  • সরকার কর্তৃক প্রচলিত অর্থের পরিমাণ বৃদ্ধির ফলে দামস্তর বাড়লে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায়?
  • দামস্তর ধীরে ধীরে এবং ক্রমশ বৃদ্ধি পেয়ে তা সহনীয় পর্যায়ে থাকলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
  • আর্থিক ব্যয় বৃদ্ধির ফলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
  • উৎপাদন উপকরণের দাম বৃদ্ধির ফলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
  • কোন ধরনের মুদ্রাস্ফীতিতে বাহ্যিক উপাদান তথা বহির্বিশ্বে প্রভাব ফেলে?
  • কোন ধরনের মুদ্রাস্ফীতির স্থায়িত্ব স্বল্পকাল?
  • কোন ধরনের মুদ্রাস্ফীতিতে অর্থ প্রায় মূল্যহীন হয়ে পড়ে?
  • কীসের মাধ্যমে সমাজে মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মাত্রা বোঝা যায়?
  • কারণ অনুসারে মুদ্রাস্ফীতি হলো—
  • দাম বৃদ্ধির গতিবেগ অনুসারে মুদ্রাস্ফীতির প্রকারভেদ হলো—
  • মুদ্রাস্ফীতির সময় কর ও মুনাফা বৃদ্ধি পেলে কার আয় বাড়ে?
  • ব্যাংক হার বাড়লে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারে কী পরিবর্তন হয়?
  • মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা বেশি কার্যকর?
  • মুদ্রাস্ফীতির প্রতিকারের উপায় কোনটি?
  • জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ানোর উপায় কোনটি?
  • মুদ্রাস্ফীতি পরিমাপে কয় ধরনের সূচকের ব্যবহার করা হয়?
  • উৎপাদকের মূল্য সূচক পদ্ধতিটি কত সাল থেকে ব্যবহৃত হচ্ছে?
  • উৎপাদকের মূল্যসূচক পরিমাপের কয়টি সূত্র রয়েছে?
  • বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব বেশি?
  • কোনটি পাইকারি মূল্যসূচক?
  • ভোক্তার মূল্যসূচক শতকরা যে হারে বৃদ্ধি পায় তাকে কী বলে?
  • Download our App Bissoy