এইচএসসি অর্থনীতি ২য় পত্র ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • স্বাধীনতার পর বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে আদমশুমারি। পরিচালিত হয়েছিল?
  • কত বছর পরপর আদমশুমারি পরিচালিত হয়?
  • কোনো ভৌগোলিক স্থানে বসবাসকারী লোকসংখ্যার সমষ্টিকে কী বলে?
  • কোনটির মাধ্যমে জনসংখ্যা পরিমাপ করা যায়?
  • বাংলাদেশের আয়তন কত বর্গকিলোমিটার?
  • আধুনিক পদ্ধতিতে কোন সালে প্রথম আদমশুমারি পরিচালিত হয়?
  • ভূমি ও জনসংখ্যার অনুপাতকে কী বলে?
  • কোনটি দ্বারা ভূমির ওপর জনসংখ্যার চাপের তীব্রতা প্রকাশ করা হয়?
  • জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝায়?
  • ‘ক’ দেশের আয়তন ২ লক্ষ বর্গকিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮০০ জন। ‘ক’ দেশটির জনসংখ্যা কত?
  • জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সরল সূত্রটি হলো DP=TP/TA. এখানে DP বলতে কী বোঝায়?
  • আধুনিক পদ্ধতিতে ১৬৬৫ সালে সর্বপ্রথম কোন দেশে আদমশুমারি পরিচালিত হয়?
  • বাংলাদেশের জনসংখ্যা নীতিতে কোনটিকে উৎসাহিত করা হয়?
  • কোনো দেশে জনসংখ্যা পরিমাপে কয়টি পদ্ধতি ব্যবহার করা হয়?
  • আদমশুমারির জনমিতিক চলক হলো—
  • কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হলে জানতে হবে—
  • ‘ক’ দেশের সাথে কোন দেশের সাদৃশ্য পাওয়া যায়?
  • রহিমের পরিবারে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ হলো-
  • নির্দিষ্ট সময়ে প্রতি হাজারে মোট যত জন জীবিত শিশু জন্মগ্রহণ করে, তাকে কী বলে?
  • জন্মহার কী পরিবর্তনের মাপকাঠি?
  • স্থূল জন্মহার পদ্ধতিটি কীসে প্রকাশ করা হয়?
  • অশোধিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
  • অশোধিত মৃত্যুহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
  • মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?
  • কোনটি জন্মহার পরিমাপের বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি?
  • জন্মহার, বন্ধ্যাত্ব, জন্মনিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলোকে কী বলা হয়?
  • জনসংখ্যার কাঠামো অনুসারে সর্বাধিক সংখ্যক মানুষ বাস করে কোন মহাদেশে?
  • অভিবাসন কয়টি আকারে হয়ে থাকে?
  • একটি দেশের জনসংখ্যা কখন স্থিতিশীল থাকে?
  • স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে একস্থান থেকে অন্যস্থানে চলে যাওয়াকে কী বলে?
  • জনসংখ্যার পরিবর্তন পরিমাপ করার সময় অভিবাসনকে কোনটির সাথে যোগ করতে হয়?
  • জনসংখ্যার পরিবর্তন পরিমাপ করার সময় বহির্গমনকে কোনটির সাথে যোগ করতে হয়?
  • জন্মগ্রহণ ছাড়াও দেশের মোট জনসংখ্যা কীভাবে বৃদ্ধি পায়?
  • আন্তর্জাতিক অভিবাসন কত প্রকার?
  • মোট আগমন ও নির্গমনের পার্থক্যকে কী বলে?
  • শফিক বগুড়া জেলা থেকে রাঙামাটি জেলায় বসবাসের জন্য গেল। এর ফলে কোন ধারার অভিগমন ঘটল?
  • বাংলাদেশ থেকে মরিয়ম ও জাহাঙ্গীর ২০০৮ সালে ডিভি লটারি পেয়ে আমেরিকা চলে গেলেন। মরিয়ম ও জাহাঙ্গীর কোন ধরনের অভিগমনের আওতায় পড়েন?
  • প্রজননশীলতা প্রভাবিত হয়-
  • মরণশীলতা বিশ্লেষণে অবশ্যই বিবেচনা করতে হয়-
  • অভিবাসনের তথ্য পাওয়া যায়-
  • Download our App Bissoy