এইচএসসি অর্থনীতি ১ম পত্র ৭ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধন করে কে?
  • অর্থনীতিতে সংগঠনের অর্থ কী?
  • কোনটিকে অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিন বা চালিকাশক্তি বলা হয়?
  • ‘কর্ম ও কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ককে সংগঠন বলে’- কোন অর্থনীতিবিদ বলেছেন?
  • উৎপাদনের সর্বশেষ উপাদান কোনটি?
  • কোনটি উৎপাদনের জীবন্ত উপকরণ–
  • উৎপাদন কর্মকাণ্ডের সকল ঝুঁকি কে বহন করেন?
  • প্রশিকার পুরো নাম কোনটি?
  • প্রশিকার কার্যক্রম প্রথম কোথায় শুরু হয়?
  • এনজিওগুলোর মূল কার্যক্রম কোথায়?
  • দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো দরিদ্র জনগোষ্ঠীর জন্য কী করেছে?
  • বাংলাদেশে মূলত কার নির্দেশনা ও পরিচালনায় ব্র্যাকের সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে?
  • আশা কবে প্রতিষ্ঠিত হয়?
  • কিছু উৎপাদনের জন্য ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধনের কাজকে কী বলা হয়?
  • উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সুষ্ঠু সমন্বয়ের কাজকে বলা হয়-
  • শ্রম সংগঠনের মূল লক্ষ্য কী?
  • সংগঠনের কাজ—
  • Entrepreneur এর বাংলা প্রতিশব্দ কোনটি?
  • আধুনিক শিল্পের অধিনায়ক কে?
  • কোন সালে ফরাসি ভাষায় প্রকাশিত অভিধানে সর্বপ্রথম ‘Entreprendre’ শব্দটি ব্যবহৃত হয়?
  • একজন সংগঠক কোন গুণের মাধ্যমে বর্তমানকে ভবিষ্যতে পরিগণনা করেন?
  • একজন সংগঠক উৎপাদনের কয়টি উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে থাকেন?
  • কোন অর্থনীতিবিদ বলেছেন ‘Entrepreneur is Engine of Economic Development.’?
  • সংগঠনের সফলতা কার ওপর নির্ভর করে?
  • একজন সংগঠকের কোন গুণাবলিটি থাকা অপরিহার্য?
  • উপস্থিতি ও সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একজন সংগঠকের কোন গুণটি থাকা দরকার?
  • ‘উদ্যোক্তার প্রধান কাজ হলো উৎপাদনের নতুন নতুন উপায় উদ্ভাবন করে তা প্রবর্তন করা’— প্রামাণ্য সংজ্ঞাটি কে দিয়েছেন?
  • উদ্যোক্তার যোগ্যতা ও গুণাবলির ওপর নির্ভর করে—
  • একজন সফল ও আত্মবিশ্বাসী উদ্যোক্তার থাকা প্রয়োজন-
  • একজন উদ্যোক্তা দ্রব্য উৎপাদনের সময় লক্ষ রাখেন—
  • রায়হান একজন শিল্প উদ্যোক্তা বা সংগঠক। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি-
  • কেয়ার’র কার্যক্রম শুরু হয় কখন?
  • কেয়ার অর্থসংস্থান করে মূলত কোথা হতে?
  • ব্র্যাকের কার্যক্রমগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
  • এদেশে এনজিওগুলো যেসব স্বাস্থ্য কার্যক্রমে জড়িত সেগুলো হলো—
  • সংগঠনের সবচেয়ে প্রাচীন রূপ কোনটি?
  • দেশের কোম্পানি আইন অনুযায়ী কোন কারবারকে অবশ্যই নিবন্ধিত হতে হয়?
  • শায়েখ উপকরণ সংগ্রহ এবং কারবার পরিচালনা পদ্ধতি নির্ধারণ করে। শায়েখের কর্মকাণ্ডের সাথে কার মিল খুঁজে পাওয়া যায়?
  • বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম এনজিওর নাম কী?
  • এক মালিকানা সংগঠন বা কারবারে সদস্য কতজন থাকে?
  • Download our App Bissoy