এইচএসসি অর্থনীতি ১ম পত্র ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কে উৎপাদনের ঝুঁকি বহন করে?
  • উৎপাদন ব্যবস্থাপনার কাজ করেন কে?
  • উৎপাদন কীসের ওপর নির্ভর করে?
  • প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে অতিরিক্ত উপযোগ সংযোজন করাকে কী বলে?
  • কাদের মতে, উৎপাদন হলো কোন নতুন জিনিস সৃষ্টি করা?
  • উৎপাদনে উপকরণ সংগ্রহ ও তদারকি করে কে?
  • অর্থনীতিতে উৎপাদন করার পর সৃষ্ট উপযোগের কী থাকতে হবে?
  • সাধারণ অর্থে উৎপাদন কী?
  • আমজাদ মিস্ত্রি কাঠ দিয়ে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করেন। অর্থনীতিতে এ আসবাবপত্র তৈরির কাজটি কেমন?
  • অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করা যায়-
  • ধান মজুত করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করায় যে উৎপাদন সৃষ্টি হয়, তাকে কী বলে?
  • ব্যবসায়ী হিসেবে সবজি শহরে নিয়ে বিক্রি করা-
  • প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার, আকৃতি ও রূপ পরিবর্তন করে নতুন ধরনের উপযোগ সৃষ্টি সম্ভব হলে, তাকে বলে—
  • আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
  • কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
  • গ্রামের কলা, ফলমূল, সবজি শহরে স্থানান্তর করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
  • কীভাবে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়?
  • উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
  • কোনো দ্রব্যের উপযোগ সংযোজনের ফলে কী বৃদ্ধি পায়?
  • রহিম তুলা থেকে সুতা সংগ্রহ করে নিজ বাড়িতে শাড়ি, লুঙ্গি, গামছা তৈরি করেন। তার তৈরিকৃত শাড়ি, লুঙ্গি ও গামছায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
  • রাজশাহীর আম কুমিল্লায় নিয়ে আসলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
  • জানুয়ারি মাসে উৎপাদিত আলু জুন মাসে বিক্রয় করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
  • পরিবহন ব্যবস্থা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
  • গায়ক গান গেয়ে সবাইকে আনন্দ দেয়- এটি কোন ধরনের উপযোগ?
  • একটি দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হলে কী উপযোগ সৃষ্টি হবে?
  • কাউকে সম্পত্তি রেজিস্ট্রি করে দিলে কোন উপযোগের সৃষ্টি হয়?
  • উৎপাদনের স্বরূপ হলো—
  • রায়হান একজন শিল্প উদ্যোক্তা। একজন সংগঠক হিসেবে তিনি—
  • একটি বেকারি পরিচালনার ক্ষেত্রে স্বল্পমেয়াদে কোনটি পরিবর্তনশীল ব্যয়?
  • রহিমউদ্দিন মুন্সী তার বাগানের ফুল শহরে নিয়ে এসে বিক্রি করলে বেশি দাম পায়। কারণ-
  • উদ্দীপকে মি. ক-এর কাজে কী ধরনের উপযোগ সৃষ্টি হলো?
  • মি. ‘ক’ জেলা শহরে বিক্রি না করলে–
  • গায়ক এর গান কোন ধরনের উপযোগ?
  • শহরে ময়লা-আবর্জনা হতে বিশেষ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন হলে, কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
  • উৎপাদনের কোন উপকরণের যোগান স্থায়ীভাবে সীমাবদ্ধ?
  • কোনটি সক্রিয় উপকরণ?
  • শ্রমের প্রধান বৈশিষ্ট্য কী?
  • শ্রমের মালিক কে?
  • কীসের মাধ্যমে মূলধন সৃষ্টি হয়?
  • যন্ত্রপাতি, কাঁচামাল উৎপাদনের কোন উপকরণ?
  • Download our App Bissoy