এইচএসসি অর্থনীতি ১ম পত্র ১০ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ‘The State Theory of Money’ গ্রন্থটির লেখক কে?
  • দ্রব্য বিনিময়ের অসুবিধা দূর করেছে কোনটি?
  • ধরা যাক, কোন ব্যক্তি পাঁচ টাকা দামে একটি কলম ক্রয় করল। এক্ষেত্রে পাঁচ টাকা কী?
  • স্থগিত লেনদেন বলতে কোনটি নির্দেশ করা হয়েছে?
  • বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত ও সর্বোৎকৃষ্ট মাধ্যম কোনটি?
  • ‘মূল্য সংরক্ষণ এবং বিনিময়ের মাধ্যমই হলো অর্থ’ সংজ্ঞাটির উৎস কোনটি?
  • ‘যা বিনিময়ের মাধ্যমে সবার কাছে গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্জয়ের বাহন হিসেবে কাজ করে তাই মুদ্রা’। সংজ্ঞাটি দিয়েছেন কোন অর্থনীতিবিদ?
  • রাকিব তার উপার্জন থেকে ১,০০০ টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রাখে। এখানে অর্থ কী হিসেবে কাজ করছে?
  • ‘মুদ্রা এমন একটি বস্তু যা সকলেই দেনা-পাওনা মেটাতে ও ঋণ পরিশোধে ব্যবহার করে’। উক্তিটি কার?
  • দ্রব্যের দাম ও ব্যবসাগত কার্যকলাপের পাওনা হিসেবে অর্থকে সংজ্ঞায়িত করেন কোন অর্থনীতিবিদ?
  • কোনটিকে ঋণের ভিত্তি হিসেবে গণ্য করা হয়?
  • আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসেবে কোনটির গ্রহণ সর্বজন স্বীকৃত?
  • কীভাবে বিনিময় ব্যবস্থা সহজ ও গতিশীল হয়েছে?
  • কোনটির প্রচলনের ফলে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ করা সহজ হয়েছে?
  • মুদ্রার কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা হয়?
  • অর্থ প্রধান চারটি কাজ ছাড়াও আরও কিছু কাজ করে। সেগুলো হলো—
  • অজিত চৌধুরী তার গ্রামের পাঁচ বিঘা জমি বিক্রি করে ঢাকায় পাঁচ কাঠা জমি ক্রয় করেন। এখানে অর্থ কাজ করে—
  • মূল্য স্থানান্তরের বাহন হিসেবে মুদ্রা সাহায্য করে-
  • জামানের ৩০০ টাকা দিয়ে বই ক্রয় করায় কী প্রকাশ পায়?
  • জামানের জমাকৃত অর্থকে বলা যায়—
  • ‘Money is what money does’- সংজ্ঞাটি কার?
  • কোনো বাণিজ্যিক ব্যাংকের আমানত ও ঋণের সুদের হারের পার্থক্যই হলো—
  • স্থগিত লেনদেন বলতে কাকে বোঝায়?
  • বিনিময়কে সহজ করতে ভূমিকা রেখেছে কোনটি?
  • বিহিত মুদ্রাকে কয়ভাগে ভাগ করা যায়?
  • লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহারের ক্ষেত্রে আইনগত স্বীকৃতি ও বাধ্যবাধকতা আছে কোনটির?
  • বিহিত মুদ্ৰা কী?
  • কোনটির তারল্যমান অসীম?
  • ব্যবসায়িক লেনদেন কয়ভাবে সম্পন্ন হয়?
  • কোন মুদ্রা দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়?
  • বাংলাদেশের একশ টাকার নোট কোন ধরনের মুদ্রা?
  • বাংলাদেশে কোন ধরনের মুদ্রাকে প্রতিনিধিত্বমূলক মুদ্রা বলা হয়?
  • কোন মুদ্রা দ্বারা যেকোনো পরিমাণ লেনদেন করা যায়?
  • রহিম করিমের কাছে ১০ হাজার টাকা পাবে। করিম তাকে ২৫ পয়সা, ৫০ পয়সা, ১ টাকা ও ৫ টাকার ধাতব মুদ্রা দিয়ে মোট টাকা দিলো। কিন্তু রহিম তা প্রত্যাখ্যান করলো। করিমের প্রদত্ত মুদ্রাটি কোন মুদ্রা?
  • বিশ্বের প্রায় সকল দেশে কোন ধরনের মুদ্রা প্রচলিত আছে?
  • ফিশারের বিনিময় সমীকরণে PT দ্বারা কী বোঝানো হয়?
  • অর্থের যোগানকে প্রভাবিত করে না কোনটি?
  • ‘বাংলাদেশ ব্যাংক’ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কখন থেকে কার্যক্রম শুরু করে?
  • মুদ্রাবাজারের অভিভাবক কোনটি?
  • নিকাশঘর হিসেবে কাজ করে কোনটি?
  • Download our App Bissoy