এইচএসসি ইতিহাস ২য় পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল?
  • সপ্তদশ শতকে ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন-
  • উদ্দীপকের গ্রামের ন্যায় বিপ্লব-পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কয় ভাগে বিভক্ত ছিল?
  • উক্ত সময়ে ষোড়শ লুইয়ের ওপর চাপ সৃষ্টি করে
  • The Spirit of the Laws’ গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?
  • ল্য কত্রা সোসিয়াল বা The Social Contract গ্রন্থের রচয়িতা কে?
  • ইতিহাস বেত্তারা কাকে The Chief Prophet of the Revolution বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেন?
  • সংবিধান সভা সমগ্র ফ্রান্সকে কতটি ডিপার্টমেন্ট বা প্রদেশে সমানভাবে ভাগ করেছিল?
  • সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রদেশগুলোকে কতটি জেলায় বিভক্ত করা হয়েছিল?
  • তৎকালীন ফ্রান্সের ২ কোটি ৬০ লক্ষ জনসংখ্যার মধ্যে কত লক্ষ নাগরিক সক্রিয় বলে বিবেচিত বা ভোটাধিকার লাভ করেছিল?
  • জনতা কত সালে টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ করে?
  • রোবস পিয়ারকে কখন গিলোটিনে মৃত্যুদণ্ড প্রদান করা হয়?
  • ফ্রান্সের কৃষক, শ্রমিকদের বলা হতো-
  • ফরাসি বিপ্লব হয়েছিল-
  • সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতা ছিলেন-
  • ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন-
  • ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে অভিজাতশ্রেণির কয়টি উপগোষ্ঠী ছিল?
  • প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনীতির অন্যতম অন্ধকারময় দিক ছিল কোনটি?
  • অষ্টাদশ শতকের দার্শনিকদের অবদান সম্বন্ধে তুমি কোনটিকে সঠিক বলে মনে কর?
  • দার্শনিকদের মতবাদ প্রত্যক্ষভাবে বিপ্লবের সৃষ্টি না করলেও তা পরোক্ষভাবে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করে। কীভাবে?
  • ফরাসি বিপ্লব সংঘটনে রাজা ষোড়শ লুই-এর দায় কী ছিল বলে তুমি মনে কর?
  • সংবিধান সভার কার্যাবলির ফলে ফ্রান্সের শাসনব্যবস্থায় কী পরিবর্তন সূচিত হয়?
  • উদ্দীপকটি কোন ঘটনাটিকে নির্দেশ করে?
  • কোনটিকে সংবিধান সভার ত্রুটি হিসেবে বলা যায়?
  • সংবিধান সভার কার্যাবলির মধ্যে অন্যতম হিসেবে উল্লেখ করা যায়
  • ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে কয় ধরনের প্রত্যক্ষ কর প্রচলিত ছিল?
  • ফরাসি বিপ্লব প্রাক্কালে ফ্রান্সের সমাজ কয়টি ভাগে বিভক্ত ছিল?
  • কে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন?
  • ‘তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব।’ উক্তিটি কার?
  • ফিজিওক্যটিদের প্রবক্তা ছিলেন কে?
  • টেনিস কোর্ট শপথ কোন বিষয়টির সাথে জড়িত?
  • ১৭৮৯ সালে ফ্রান্সে কতটি জাতীয় আদালত গঠন করা হয়?
  • জিরন্ডিস্ট দল কোন ধরনের আদর্শে বিশ্বাসী ছিল?
  • রফিক জেকোবিনদের শাসনামলে মানুষ হত্যার একটি অত্যাধুনিক যন্ত্রের কথা জানতে পারল। রফিক কোন যন্ত্রের নাম জানতে পারলেন?
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণের প্রবক্তা কে?
  • ‘Social Contract’ গ্রন্থটির লেখক কে?
  • নেপোলিয়ন কত সালে ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন?
  • নেপেলিয়ন ফরাসি বিপ্লবের জন্য কোনটিকে দায়ী করেছেন?
  • ১৭৭০ সালের পর ফ্রান্সে মন্দা দেখা দেয়-
  • ফরাসি অভিজাতদের উচ্চতর গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল-
  • Download our App Bissoy