এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ৫ বছর পূর্বে একটি মেশিন ২০,০০,০০০ টাকায় ক্রয় করা হয়েছিল যার বর্তমান পুস্তক মূল্য ১৬,০০,০০০ টাকা। বর্তমানে একটি নতুন মেশিন ক্রয় করা হলো এবং পুরাতন মেশিনটি ৬,০০,০০০ টাকায় বিক্রি করা হলো। মেশিনটির নিমজ্জিত ব্যয় কত?
  • পণ্য ক্রয়ের ব্যয় বৃদ্ধি পেলে-
  • রূপান্তর ব্যয়ের উপাদান-
  • একটি মেশিনের ক্রয়মূল্য ২,৪০,০০০ টাকা। আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। ৮ বৎসর পর মেশিনটি ৩০,০০০ টাকায় বিক্রয় করা হলো। এক্ষেত্রে নিমজ্জিত ব্যয় কত টাকা?
  • পণ্যের নকশা ব্যয় কী ধরনের ব্যয়?
  • ব্যয়ের অতিবাহিত অংশকে কী বলে?
  • স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য হলো-
  • প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ কত টাকা?
  • পরিবর্তনশীল ব্যয় কত টাকা?
  • কোনটি আধা-পরিবর্তনশীল ব্যয়?
  • এককপ্রতি কোন ব্যয় স্থির থাকে না?
  • অবচয় কোন ধরনের ব্যয়?
  • মোট ব্যয় নির্ণয়ের কারণ কী?
  • ব্রিজ, রাস্তাঘাট ও দালানকোঠা নির্মাণ ব্যয় কোন ধরনের ব্যয়?
  • উৎপাদন একক বৃদ্ধি হলে স্থির ব্যয় এককপ্রতি-
  • প্রতিষ্ঠানটির নিমজ্জিত ব্যয়ের পরিমাণ কত?
  • যদি যন্ত্রপাতির অবচয়ের পদ্ধতি পরিবর্তন করে ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুসরণ করা হয় তখন নিমজ্জিত ব্যয় কত হবে?
  • কোন ব্যয় একাধিক বিকল্পের মধ্যে পার্থক্য তৈরি করে?
  • পরিবর্তনশীল ব্যয়-
  • মিশ্র ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে—
  • যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণের হ্রাসবৃদ্ধির ফলে পরিবর্তিত হয়, কিন্তু এককপ্রতি স্থায়ী থাকে; তাদেরকে বলে—
  • আচরণের ভিত্তিতে উৎপাদন ব্যয়কে কয়ভাগে ভাগ করা যায়?
  • সিদ্ধান্ত গ্রহণে কোন ব্যয় বিবেচনায় আনা হয় না?
  • কালান্তিক ব্যয় হলো-
  • টেলিফোন বিল হলো-
  • সময়ের সাথে সম্পর্কিত ব্যয়কে কী বলে?
  • এককপ্রতি ব্যয় স্থির থাকে কিন্তু মোট ব্যয় পরিবর্তনশীল এই বৈশিষ্ট্যের ব্যয়কে বলা হয়-
  • প্রাসঙ্গিক ব্যয়ের পরিমাণ কত?
  • নিমজ্জিত ব্যয়ের পরিমাণ কত?
  • এককপ্রতি স্থায়ী ব্যয় কত টাকা?
  • এককপ্রতি বিক্রয়মূল্য ২০% বৃদ্ধি পেলে এবং পরিবর্তনশীল ব্যয় এককপ্রতি ২ টাকা বৃদ্ধি পেলে মোট লাভে কী পরিমাণ টাকা হ্রাস বা বৃদ্ধি ঘটবে?
  • কোন ব্যয় মোট পরিমাণে স্থির থাকে কিন্তু একক পরিমাণে বাড়ে কমে?
  • মেশিনটির ব্যয়ের পরিমাণ কত টাকা?
  • মেশিনটির নিমজ্জিত ব্যয়ের পরিমাণ কত টাকা?
  • উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কোন ব্যয় আনুপাতিক হারে বৃদ্ধি পায়?
  • যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে কী বলে?
  • একটি প্রাসঙ্গিক কার্যস্তর পর্যন্ত উৎপাদনের পরিমাণ পরিবর্তন হলেও যে ব্যয় পরিবর্তন হয় না তাকে কী বলে?
  • ব্যবহৃত কাঁচামালের ব্যয় কোন জাতীয় ব্যয়ের উদাহরণ?
  • কোনটি পণ্য ব্যয়ের উপাদান নয়?
  • বিক্রীত পণ্যের ব্যয় কোন শ্রেণির ব্যয়?
  • Download our App Bissoy