এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • শম্পা কোম্পানির প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ ও বিক্রয়ের পরিমাণ যদি যথাক্রমে ৬,০০০ একক, ১৪,০০০ একক ও ২৫,০০০ একক হয়, তবে উৎপাদনের পরিমাণ কত?
  • কারখানা উপরিব্যয় হলো-
  • সমাপনী মজুদ সমান-
  • কাজের প্রতি উৎসাহী ও উদ্যমী হওয়ার জন্য মালিক কর্তৃক কর্মীদের যে অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান করা হয় তাকে কী বলে?
  • বিক্রয়ের উপর মুনাফার হার ২০% হলে, বিক্রীত পণ্যের ব্যয়ের উপর শতকরা হার কত?
  • সমাপনী মজুদ পণ্যের একক নির্ণয়ের জন্য কোন সূত্রটি গ্রহণযোগ্য?
  • শ্রমিক-কর্মচারীদের অনার্থিক সুবিধা কোনটি?
  • দৈনিক কত ঘণ্টা কাজ করলে একজন শ্রমিক ওভারটাইম মজুরি পাবে?
  • উৎপাদন ব্যয় হিসাবের সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে কী বোঝায়?
  • একটি পণ্যের কাঁচামালের ব্যয় ৪০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৩২,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ১২,০০০ টাকা এবং রূপান্তর ব্যয় ৮০,০০০ টাকা। পণ্যটির উৎপাদন উপরিব্যয় কত?
  • যদি বিক্রয়ের উপর মুনাফার হার ২০% হয়; উৎপাদন ব্যয় হয় ১,৬০,০০০ টাকা এবং মোট ব্যয় হয় ২,৪০,০০০ টাকা; তখন বিক্রয়ের পরিমাণ কত হবে?
  • শ্রমিকদের প্রদান করা হয়—
  • মুখ্য ব্যয়ের উপাদান কোনটি?
  • রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি?
  • প্রারম্ভিক মজুদ পণ্য ২৫০ একক, সমাপনী মজুদ পণ্য ১৫০ একক এবং সারা বছর উৎপাদিত পণ্য ৪০০ একক। পণ্য বিক্রয়ের মাধ্যমে সারা বছরের মুনাফা ১২,০০০ টাকা। এককপ্রতি মোট মুনাফা কত?
  • ক্রয়মূল্যের উপর মুনাফার হার ১৩%। মুনাফার পরিমাণ ২৬,০০০ টাকা হলে বিক্রয়মূল্য কত?
  • মহার্ঘ ভাতা প্রদান করা হয়-
  • সাপ্তাহিক প্রমাণ উৎপাদনের পরিমাণ কত?
  • প্রতি এককের মজুরি কত?
  • ১০ এককের উৎপাদন ব্যয় ২০০ টাকা। যদি কোম্পানি বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা প্রত্যাশা করে, তাহলে প্রতি এককের বিক্রয়মূল্য কত হবে?
  • উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্য—
  • বিক্রীত পণ্যের পরিমাণ কত?
  • মুনাফার শতকরা হার কত?
  • মহার্ঘ ভাতা কী ধরনের সুবিধা?
  • উৎপাদন ব্যয় হিসাবের মূল উদ্দেশ্য হলো-
  • মুখ্য ব্যয় + কারখানার উপরিব্যয় =
  • কোনো পণ্যের মুনাফার হার বিক্রয়মূল্যের উপর ২০% সে ক্ষেত্রে ঐ পণ্যের ক্রয়মূল্য অথবা উৎপাদন ব্যয়ের উপর লাভের হার কত হবে?
  • পণ্যটির এককপ্রতি উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য কত হবে?
  • যদি কোম্পানি ১০,০০০ একক পণ্য উৎপাদন করে তবে-
  • উৎপাদন ব্যয় হিসাবের প্রধান দুটি উদ্দেশ্য হলো-
  • প্রারম্ভিক কাঁচামাল ৮০,০০০ টাকা, সমাপনী কাঁচামাল ৭০,০০০ টাকা, কাঁচামাল ক্রয় ৪,৫০,০০০ টাকা, ক্রয় পরিবহন ১০,০০০ টাকা এবং বিক্রয় পরিবহন ১৫,০০০ টাকা হলে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত?
  • বেতন পূরক হলো-
  • কারখানা যন্ত্রপাতির অবচয় কোন ধরনের খরচ?
  • দ্রব্য মূল্য বৃদ্ধির সাথে তাল মিলানোর জন্য কী প্রদান করা হয়?
  • বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক নির্ধারিত কার্যসময়-
  • কাঁচামাল ক্রয়ের পরিমাণ কত?
  • মোট উৎপাদন ব্যয়ের পরিমাণ কত?
  • কোনটি মুখ্য ব্যয়ের উপাদান?
  • ‘পণ্যের নমুনা বিতরণ’ কোন ধরনের উপরিব্যয়?
  • বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার ২৫% হলে ক্রয়মূল্যের ওপর মুনাফার হার কত?
  • Download our App Bissoy