এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • অবচয় ধার্যের কারণে হিসাববিজ্ঞানের কোন নীতির প্রয়োগ ঘটে?
  • হাবিব কোম্পানি ১,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্র ক্রয় করেন। যার সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০, টাকা ও আয়ুষ্কাল ১০ বছর। অবচয়ের হার সরলরৈখিক পদ্ধতিতে ১০% হলে অবচয়ের পরিমাণ কত?
  • উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
  • মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত?
  • উপর্যুক্ত মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা অনুমান করা হলে —
  • চেকে ২০,০০০ টাকার কলকব্জা ক্রয় করে এর পরিবহন বাবদ ৫০০ টাকা এবং সংস্থাপন বাবদ ২,০০০ টাকা প্রদান করা হলো। লেনদেনটির জাবেদায় মেশিন হিসাব ডেবিট হবে।
  • ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে আসবাবপত্র ১৫,০০০ টাকায় বিক্রয় করা হলো, যার পুস্তকমূল্য ১২,০০০ টাকা হলে —
  • অবচয় —
  • কোনো সম্পদের ক্রয়মূল্য ও পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে কী বলা হয়?
  • অস্পর্শনীয় সম্পদ হলো —
  • উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
  • সরলরৈখিক পদ্ধতিতে ২০২০ সালে মেশিনটির অবচয় খরচ কত?
  • প্রতিষ্ঠানটি যদি পরবর্তী বছরগুলোতে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত নেয়, তবে অবচয়ের হার হবে —
  • অবচয় হলো —
  • কোন প্রতিষ্ঠান তার সম্পদ বছর শেষে ১০% অবমূল্যায়নের সিদ্ধান্ত নিল। এতে প্রতিষ্ঠানটির
  • অবচয় ধার্যের বিবেচ্য বিষয় হলো —
  • মেশিনটির মূল্য হিসাবের বইতে কত লেখা হবে ?
  • উদ্দীপকে বর্ণিত পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয়?
  • ইজারা সম্পত্তি, মেধাস্বত্ব, ট্রেডমার্ক প্রভৃতির ক্ষেত্রে অবচয়ের কোন পদ্ধতিটি উপযোগী?
  • অবচয় একটি —
  • সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সময় আমরা বিবেচনা করি —
  • উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
  • যন্ত্রপাতি হিসাবে কত টাকা ডেবিট হবে?
  • যদি বহন খরচকে আয় বিবরণীতে ডেবিট করা হয় —
  • উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
  • মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত টাকা?
  • যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্য করা হয় তবে প্রথম বছরে স্থিরকিস্তি পদ্ধতির তুলনায় আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের পরিমাণ কত টাকা হ্রাস পাবে?
  • অবচয় একটি-
  • উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
  • সরলরৈখিক পদ্ধতিতে ২০১৮ সালে ৩১ ডিসেম্বর তারিখে কত টাকা অবচয় ধার্য হবে?
  • ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে কত টাকা অবচয় ধার্য হবে?
  • স্থায়ী সম্পত্তির অর্জন মূল্যকে বলা হয় —
  • অতিরিক্ত অবচয় ধার্য করা হলে —
  • সুনাম ও ট্রেডমার্ক কোন ধরনের সম্পদ?
  • পুঞ্জীভূত অবচয় —
  • একটি মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা। আনুমানিক আয়ুষ্কাল ৪ বছর। ৪ বছর পর ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত হবে?
  • উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও:
  • সম্পদের অর্জন মূল্য কত টাকা?
  • দ্বিতীয় বছর অবচয়ের পরিমাণ কত টাকা?
  • একটি মেশিনের ক্রয়মূল্য ৭০,০০০ টাকা, আনুমানিক আয়ুষ্কাল ৮ বৎসর। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ৮,০০০ টাকা হলে ভগ্নাবশেষ মূল্য কত ?
  • Download our App Bissoy