এইচএসসি বাংলা - সাহিত্য পাঠ সিরাজউদ্দৌলা নাটকের লিখিত প্রশ্ন

  • ‘অন্ধকারের ফাঁকা দরবারে বসে থাকে কোন লাভ নেই নবাব।’- কে কেন বলেছেন?
  • লবণ প্রস্তুতকারকের ওপর ইংরেজদের অত্যাচারে নবাব নিজেকে দায়ী করছেন কেন?
  • ইংরেজরা ডাচ ও ফরাসিদের সাহায্য চেয়েছিল কেন? ব্যাখ্যা কর।
  • অত্যাচারীর বিরুদ্ধে সিরাজউদ্দৌলার মনোভাব কেমন ছিল?- ব্যাখ্যা কর।
  • নবাবের আদেশ অমান্য করে ড্রেকের কৃষ্ণবল্লভকে আশ্রয় দেওয়ার কারণ কি?
  • যুদ্ধ চলাকালে মোহনলাল নবাব সিরাজকে রাজধানীতে ফিরে যেতে বলেছিলেন কেন?
  • হলওয়েল সাদা নিশান ওড়াতে বলেছিলেন কেন?
  • সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমকে নিয়েছে প্রাসাদে রাখতে চেয়েছিলাম কেন?
  • নবাব সিরাজউদ্দৌলা কেন নিজেকে শ্রেষ্ঠ বীর বলে আখ্যায়িত করেছেন?
  • ক্লাইভ উমিচাঁদকে যুগের সেরা বিশ্বাসঘাতক বলেছেন কেন?
  • মিরমর্দানের পরিণতি কেমন হয়েছিল?
  • ‘আশা করি নবাব আমাদের উপরে অন্যায় জুলুম করবেন না’- হলওয়েলের নবাবের প্রতি এ বিশ্বাসের কারণ কী?
  • মার্টিন কেন ড্রেকের কাছে তাদের ভবিষ্যৎটা জানতে চেয়েছে?
  • ইংরেজ সৈন্যরা তাদের দুর্দশার জন্য ড্রেককে দায়ী করলেন কেন?
  • ঘসেটি বেগম কেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গেলেন?
  • ঘসেটি বেগম সিরাজউদ্দৌলাকে অভিশাপ দিলেন কেন?
  • নবাব সিরাজউদ্দৌলা নিজেকে নিজেই অভিযুক্ত করেছেন কেন?
  • নবাবের প্রতি ক্লাইভের ভয় না থাকার কারণ কী?
  • ‘আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।” কথাটির ভাবার্থ কী?
  • Download our App Bissoy