এইচএসসি বাংলা - সাহিত্য পাঠ রেইনকোট লিখিত প্রশ্ন

  • ‘ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল’- কেন?
  • নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন?
  • ‘রেইনকোট’ গল্পে ‘মিসক্রিয়ান্ট’ শব্দটি কেন ব্যবহার করা হয়েছে?
  • নুরুল হুদা কেন চারবার বাড়ি পাল্টায়?
  • ইসহাক মিয়ার দাপট বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
  • প্রিন্সিপাল কেন দিন-রাত দোয়া-দরুদ পড়তো?
  • নুরুল হুদা কেন পরিবারের সবাইকে নিয়ে খাটের নিচে শুয়েছিলেন?
  • ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নুরুল হুদা ভ্যাবাচ্যাকা খেয়ে যান কেন?
  • দেশে একটা কলেজেও শহিদ মিনার অক্ষত নেই।
  • রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে তার ওম লেগে থাকার কারণ কী?
  • ‘এসব হলো ইনটার্নাল অ্যাফেয়ার।’- কথাটি কী নির্দেশ করে?
  • মিলিটারি প্রাদুর্ভাবের পর পিওনকে দেখে সবাই তটস্থ থাকত কেন?
  • নুরুল হুদা অনেক সুরা মুখস্থ করেছে কেন?
  • ‘এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র।’- উক্তিটিতে কী বোঝানো হয়েছে?
  • প্রিন্সিপাল আফাজ আহমদ আজকাল আকবর সাজিদকে তোয়াজ করেন কেন?
  • কথক কেন বললেন, “এই বৃষ্টির মেয়াদ আল্লা দিলে পুরো তিন দিন।”
  • পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করেছিল কেন?
  • মিলিটারি আক্রমণের পর থেকে ‘রেইনকোট’ গল্পের কথক চারবার বাড়ি পাল্টালেন কেন?
  • Download our App Bissoy