এইচএসসি বাংলা - সাহিত্য পাঠ নেকলেস লিখিত প্রশ্ন

  • অতিরিক্ত পরিশ্রম মাদাম লোইসেলের শরীরে কেমন প্রভাব ফেলে?
  • মাদাম লোইসেল দুর্দশার জন্য ফোরস্টিয়ারকে দায়ী করলেন কেন?
  • মাদাম লোইসেলকে ফুল দিয়ে সাজতে বলার কারণ ব্যাখ্যা কর।
  • মাদাম লোইসেলের কী জন্য জন্ম হয়েছে বলে তিনি মনে করতেন?
  • লোইসেল দম্পতি নদীর দিকে হাঁটছিলেন কেন?
  • লোইসেলের মুখ ম্লান হয়ে গিয়েছিল কেন?
  • প্যালেস রয়েলে হারটি লোইসেল চুক্তিতে কেনেন কেন?
  • হীরার হারটি ধার পেয়ে মাদাম লোইসেল কেমন আবেগ দেখালেন?
  • লোইসেলের নির্বাক ও হতবুদ্ধি হয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
  • মাদাম লোইসেল অসুখী ছিলেন কেন?
  • মাদাম লোইসেলের কল্পনার রাজ্যটি কেমন ছিল?
  • হীরার হারটি দেখে মাদাম লোইসেলের অভিব্যক্তি কেমন ছিল?
  • মাদাম লোইসেল আমন্ত্রণ-লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করেন কেন?
  • ‘সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে পারে আবার বাঁচতেও পারে।’- ব্যাখ্যা কর।
  • মাদাম লোইসেল কেন তার ধনী বান্ধবীর সাথে দেখা করতে চাইত না?
  • মাদাম ফোরস্টিয়ার কেন মাদাম লোইসেলকে চিনতে পারলেন না?
  • “ঐ জড়োয়া গহনা ফেরত দেয়ার ব্যবস্থা আমার করতে হবে।” উক্তিটি বুঝিয়ে লেখ।
  • হারটি হারিয়ে গেলে সেটি কেনার পর মাদাম লোইসেল ও তার স্বামী কীভাবে ঋণ পরিশোধ করেছিল?
  • মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ বিরাজ করতো কেন?
  • দারিদ্র্যের মধ্যে দীর্ঘদিন দিনাতিপাত করায় মাদামের অবস্থা কেমন হয়েছিল?
  • লোইসেল কেন তার সহপাঠিনীর সাথে দেখা করতে অনীহা প্রকাশ করত?
  • লোইসেল কেরানির সঙ্গে বিবাহ স্বীকার করেছিল কেন?
  • লোইসেলের দুঃখ হতো কেন?
  • মঁসিয়ে লোইসেল নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল কেন?
  • Download our App Bissoy