এইচএসসি বাংলা - সাহিত্য পাঠ লালসালু লিখিত প্রশ্ন

  • খালেক ব্যাপারে তার স্ত্রীকে তালাক দেয় কেন?
  • মজিদ নাটকীয় ভাবে মহব্বত নগরে প্রবেশ করে কেন?
  • তাহেরের বাপ তার মেয়েকে মেরেছে এই কথা শুনে মজিদের মুখ কঠিন হয়ে যায় কেন?
  • “অবশেষে আগ্নেয়গিরির মুখে ছিপি দিয়ে মজিদ সরে যায়” – কথাটির প্রসঙ্গ ও তাৎপর্য লেখ।
  • আমিনা বিবির মনে আশার সঞ্চার হয় কেন?
  • পীরের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে মতলুব খাঁ কি বলেছিল?
  • “দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীর ওপারে, জেলার বাইরে-প্রদেশেরও।” – উক্তিটি বুঝিয়ে দাও।
  • “মেয়ে লোকের মনের মশকরা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ” – উক্তিটি বুঝিয়ে দাও।
  • সবাই কেন নীরবে মজিদের গালাগালি শুনলো? বুঝিয়ে দাও।
  • বোন জামাইয়ের ভাত ধলা মিয়ার কাছে মিঠা লাগে কেন?
  • ‘মনে হয় এটা খোদাতালার বিশেষ দেশ।’-উক্তিটি ব্যাখ্যা কর।
  • মজিদ যে খেলা খেলতে যাচ্ছে তা সাংঘাতিক কেন?
  • ‘কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে সেই কথাটাই সে সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে।’-ব্যাখ্যা কর।
  • ‘মাটি-এ গোস্বা করে’-এ কথার ভাবার্থ কী?
  • মজিদ রহীমার প্রতি গুরুগম্ভীর হয়ে পড়ে কেন?
  • Download our App Bissoy