এইচএসসি বাংলা - সাহিত্য পাঠ বিভীষণের প্রতি মেঘনাদ লিখিত প্রশ্ন

  • ‘নিজ গৃহপথ, তাত, দেখাও তস্করে? উক্তিটি ব্যাখ্যা কর।
  • ‘মৃগেন্দ্রকেশরী, কবে, হে বীর কেশরী, সম্ভাষে শৃগাল মিত্রভাবে’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
  • ‘কী দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে’ -কথাটি ব্যাখ্যা কর।
  • ‘হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে’- মেঘনাদ কেন এ কথা বলেছেন?
  • ‘হেন সহবাসে, হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে?’ উক্তিটি ব্যাখ্যা কর।
  • নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা-কেন বলা হয়েছে?
  • এ শিক্ষা, হে রক্ষোবর কোথায় শিখিলে? -এখানে কোন শিক্ষার কথা বলা হয়েছে?
  • হায়, তাত, উচিত কী তব/এ কাজ? এখানে কোন কাজের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
  • “গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি।”-ব্যাখ্যা কর।
  • ‘প্রফুল্ল কমলে কীটবাস’ বলতে কী বোঝানো হয়েছে?
  • “তব জন্মপুরে, তাত, পদার্পণ করে বনবাসী।” ব্যাখ্যা কর।
  • নিজ গৃহ পথ, তাত, দেখাও তস্করে?/চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে? ব্যাখ্যা কর।
  • “ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে/পাঠাইব রামানুজে শমন ভবনে,/লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।” ব্যাখ্যা কর।
  • লক্ষ্মণকে দুর্বল মানব বলে অভিহিত করা হয়েছে কেন?
  • বিভীষণ নিজেকে রাঘবের দাস বলেছেন কেন?
  • ‘রাঘব দাস আমি’ কী প্রকারে তাঁর বিপক্ষে কাজ করিব’- বিভীষণ একথা কেন বলেছেন?
  • মেঘনাদ লক্ষ্মণকে ‘ক্ষুদ্রমতি নর’ বলেছেন কেন?
  • ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে’-ব্যাখ্যা কর।
  • মেঘনাদ কীভাবে লঙ্কার কলঙ্ক মোচন করতে চেয়েছেন?
  • ‘হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে! রাঘবের দাস তুমি’উক্তিটিতে মেঘনাদ কী বুঝিয়েছেন?
  • Download our App Bissoy