এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান এমসিকিউ প্রশ্ন

  • ‘প্রতিদান’ কবিতায় কবি কাঁটা পেয়ে কী দান করেছেন?
  • ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’- এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
  • উদ্দীপকের হাসান (রাঃ)-এর সাথে ‘প্রতিদান’ কবিতার কোন পক্তির মিল আছে?
  • উপর্যুক্ত মিলের কারণ
  • জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  • জসীমউদ্দীনের মামার বাড়ি কোথায়?
  • জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
  • জসীমউদ্দীনের বাবার নাম কী?
  • জসীমউদ্দীনের মায়ের নাম কী?
  • জসীমউদ্দীনের পৈতৃক নিবাস কোথায়?
  • জসীমউদ্দীন বিএ পাশ করেন কোন কলেজ থেকে?
  • জসীমউদ্দীন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি লাভ করেন?
  • জসীমউদ্দীন কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন?
  • জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন?
  • জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে কোন কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন?
  • জসীমউদ্দীনের ছাত্রাবস্থায় কোন কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়?
  • ‘কবর’ কবিতা কার সৃষ্টি?
  • কে ‘পল্লিকবি’ হিসেবে সমধিক পরিচিত?
  • জসীমউদ্দীন অধ্যাপক হিসেবে কোথায় কর্মজীবন শুরু করেন?
  • কোন কবি সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চপদে আসীন হয়েছিলেন?
  • জসীমউদ্দীনের কবিতার প্রধান নাগরিক জীবন উপজীব্য—
  • বাংলার গ্রামীণ জীবনের আবহ ফুটে উঠেছে কার কবিতায়?
  • ‘সোজন বাদিয়ার ঘাট’ কী জাতীয় রচনা?
  • ‘ধানখেত’ কে রচনা করেছেন?
  • জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
  • জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে মারা যান?
  • জসীমউদ্দীন ১৯৭৬ খ্রিষ্টাব্দের কত তারিখে মারা যান?
  • জসীমউদ্দীন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
  • নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কী বেঁধে দিতে চান?
  • কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন?
  • হাসিবের কেউ ক্ষতি করলে সে প্রতিশোধ না নিয়ে উল্টো উপকার করে। হাসিবের সঙ্গে ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্য কোথায়?
  • কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান?
  • ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর’ -এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
  • পরকে কবি কী করতে চেয়েছেন?
  • ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর’-এ পঙ্ক্তিটি ‘প্রতিদান’ কবিতায় কত বার ব্যবহার হয়েছে?
  • কবি কেঁদে বেড়ান কেন?
  • জালাল অন্যায়ভাবে গ্রামছাড়া হলেও গ্রামের কারো বিপদে সে-ই সবার আগে সাহায্যের হাত বাড়ায়। জালালের মধ্যে ‘প্রতিদান’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
  • ‘যে মোরে করিল পথের বিবাগী’— এ পঙক্তির পরবর্তী চরণ কী?
  • কবি পথে পথে ফিরছেন কেন?
  • Download our App Bissoy