এইচএসসি বাংলা ১ম পত্র নেকলেস এমসিকিউ প্রশ্ন

  • মাদাম লোইসেলের পিতা পেশায় কী ছিলেন?
  • মাদাম লোইসেল তার শ্রেণির অন্যতম হিসেবে কেমন ছিল?
  • মাদাম লোইসেলের স্বামী পেশায় কী ছিলেন?
  • কোন বস্তু মাদাম লোইসেলের খুব প্রিয়?
  • ‘নেকলেস’ গল্পে কোন মাছের উল্লেখ রয়েছে?
  • ও কী ভালো মানুষ!-কার সম্পর্কে মসিঁয়ে লোইসেল একথা বলেছে?
  • মাদাম লোইসেল চরিত্রটি কেমন?
  • মাদাম লোইসেলের ধারণা কোন ধরনের বস্তুর জন্যই তার জন্ম হয়েছে?
  • “দরিদ্র কৃষকের কন্যা হেনা নিজ অবস্থার জন্য অত্যন্ত ব্যথিত।”-হেনার সাথে ‘নেকলেস’ গল্পের কার সাদৃশ্য রয়েছে?
  • ‘থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব’-এখানে কীসের কথা বলা হয়েছে?
  • মাদাম লোইসেল ভাবত তার কতজন গৃহভৃত্য থাকবে?
  • ‘অদম্য কামনায় তার বুক দুরু দুরু করে।’-এই ‘অদম্য কামনা’ কীসের জন্য?
  • খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুলকে কী বলা হয়?
  • “তার দাম দিতে দশ বছর লেগেছে।”-এখানে কীসের কথা বলা হয়েছে?
  • “লোইসেল পরম আবেগে তাকে বুকে চেপে ধরে।”-এর মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
  • “যেকোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর।”-এই ‘পরিপূর্ণ বিজয়’ কোনটির সাথে তুলনীয়?
  • কোন দিকটি ‘নেকলেস’ গল্পটিকে জনপ্রিয় করে তোলে?
  • “ঈদে স্বামীর কাছে এমন পোশাকই রিনি চেয়েছে যা তার স্বামীর সাধ্যের মধ্যে। সে চায় না তাকে পোশাক দিতে গিয়ে তার স্বামীর কষ্ট হোক।”-কোন দিক থেকে রিনি ও মাদাম লোইসেলের মধ্যে বৈসাদৃশ্য লক্ষণীয়?
  • “ঐ দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন”-এখানে দেনাকে ‘দুঃখজনক’ বলা হয়েছে কেন?
  • মাদাম লোইসেলের স্বামী সন্ধ্যাবেলায় কী করে?
  • প্যালেস রয়েলে মসিঁয়ে ও মাদাম লোইসেল যে হীরার কণ্ঠহার দেখল তার দাম কত ছিল?
  • মাদাম লোইসেলের নৃত্যের মধ্যে কী লক্ষ্য করা যায়?
  • ‘হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে।’ কেন?
  • ঘ দামি গাউন ছিঁড়ে ফেলার কারণে
  • মাদাম লোইসেল দারিদ্র্যের ভয়াবহতা বুঝতে পারে কীভাবে?
  • নেকলেস গল্পের লেখকের বর্ণনা অনুযায়ী নিয়তির ভুলে কেরানির পরিবারে কার জন্ম হয়েছে?
  • ‘সর্বদা তার মনে দুঃখ।’-নেকলেস গল্পে কার দুঃখের কথা বলা হয়েছে?
  • কোনগুলো মাদাম লোইসেলের কাছে প্রিয় ছিল?
  • মাদাম লোইসেলের সহপাঠিনীর অবস্থা কেমন ছিল?
  • এক সন্ধ্যায় মি. লোইসেল কী হাতে নিয়ে ঘরে ফিরল?
  • মাদাম লোইসেলের হাতে আসা খামটির মধ্যে কী ছিল?
  • মাদাম লোইসেলকে আমন্ত্রণটি কে করেছিল?
  • মি. লোইসেল প্রাপ্ত আমন্ত্রণপত্র অনুযায়ী কত তারিখে জনশিক্ষামন্ত্রীর বাসগৃহে নিমন্ত্রণ ছিল?
  • মি. লোইসেল আমন্ত্রণপত্র তার স্ত্রীকে দেবার পর কী দেখে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল?
  • মাদাম লোইসেলের দামি পোশাক না থাকায় অভিমানে কার্ডটি কাকে দিতে বললো?
  • মাদাম লোইসেল আমন্ত্রণে যাবার জন্য কত ফ্রাঁ দিয়ে পোশাক কিনতে চাইল?
  • মি. লোইসেল তার স্ত্রীকে মণিমুক্তাখচিত দামী গহনার পরিবর্তে কী দিয়ে সাজতে পরামর্শ দিলেন?
  • মাদাম লোইসেলকে তাঁর স্ত্রী দশ ফ্রাঁর বিনিময়ে কটি গোলাপ ফুল পাবার কথা বলে?
  • জড়োয়া গহনা ধার নেবার জন্য মি. লোইসেল তার স্ত্রীকে কার কাছে যেতে বলে?
  • মাদাম লোইসেল স্যাটিনের বাক্সথেকে কীসের হার দেখতে পেল?
  • Download our App Bissoy