এইচএসসি বাংলা ১ম পত্র গৃহ এমসিকিউ প্রশ্ন

  • ‘গৃহ’ রচনায় প্রাবন্ধিক কাদেরকে ‘কূপমণ্ডূক’ বলেছেন?
  • ‘সকলেরই গৃহ আছে— নাই কেবল আমাদের’— প্রাবন্ধিকের একথা বলার কারণ কী?
  • উদ্দীপকের দিশার মধ্যে ‘গৃহ’ প্রবন্ধের কোন দিকটি অনুপস্থিত?
  • রোকেয়া সাখাওয়াত হোসেন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
  • রোকেয়া সাখাওয়াত হোসেন রংপুর জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
  • রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার নাম কী?
  • মেয়েদের শিক্ষার ব্যাপারে রোকেয়ার বাবা কেমন ছিলেন?
  • রোকেয়া সাখাওয়াত হোসেন কাদের সাহচর্যে ইংরেজি ভাষা শেখেন?
  • শিক্ষাবিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করেন কে?
  • কার অনুপ্রেরণায় রোকেয়া সাখাওয়াত হোসেনের জ্ঞানার্জনের পথ অধিকতর সুগম হয়?
  • রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামী পেশায় কী ছিলেন?
  • কত খ্রিষ্টাব্দে রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনাবসান ঘটে?
  • গৃহী দিনশেষে কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় কোথায় আসে?
  • ‘গৃহ বলিলে একটা আরাম বিরামের শাস্তি-নিকেতন বোঝায়’ -এখানে শাস্তি-নিকেতন দ্বারা বোঝানো হয়েছে-
  • গৃহীকে রোদ-বৃষ্টি-হিম হতে রক্ষা করে কে?
  • গৃহ গৃহীকে রোদ-বৃষ্টি-হিম হতে কীভাবে রক্ষা করে?
  • পশুপাখিরা কোথায় নিজেদের নিরাপদ মনে করে?
  • ‘গৃহ ছাড়িয়া কতকদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না’ -এখানে গৃহসুখ মিষ্টি বোধ হওয়া বলতে কী বোঝানো হয়েছে?
  • ‘সংসারক্ষেত্র’ বলতে কী বোঝানো হয়েছে?
  • দিনশেষে বাড়ি ফিরলে পুরুষদের অবস্থা কেমন হয়?
  • পুরুষেরা কখন গৃহে ফিরে আসার জন্য উৎসুক হয়?
  • ‘গৃহ’ প্রবন্ধে ‘হাঁফ ছেড়ে বাঁচা’ বলতে বোঝানো হয়েছে-
  • কোন অবস্থার প্রতি দৃষ্টিপাত করো‘গৃহ’ রচনার রচয়িতা ভারত নারীদের ‘গৃহসুখে বঞ্চিতা’ বলেছেন?
  • ‘গৃহ’ রচনায় কাদের ‘গৃহসুখে বঞ্চিতা’ বলা হয়েছে?
  • ভারত নারীরা ‘গৃহসুখে বঞ্চিতা’ হওয়ার কারণ কী?
  • অভিভাবকের বাড়িতে যাদের অধিকার নাই, সেই সব ভারত নারীর কাছে গৃহ কীসের তুল্য বোধ হয়?
  • পারিবারিক জীবনে যে সুখী নয়, যে নিজেকে পরিবারের একজন বলে গণ্য করতে পারে না, তার নিকট গৃহ কেমন বোধ হতে পারে না?
  • ‘গৃহ’ প্রবন্ধে কুমারী, সধবা, বিধবা- সকল শ্রেণির অবলার অবস্থা কেমন বলা হয়েছে?
  • অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে কারা অত্যন্ত ব্যথিত হবেন?
  • ‘গৃহ’ রচনায় অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হবেন কেন?
  • ‘গৃহ’ প্রবন্ধের প্রাবন্ধিক একবার কোন স্থানের নিকটবর্তী শহরে বেড়াতে গিয়েছিলেন?
  • কোন বাড়ির স্ত্রীলোকদের দেখতে ‘গৃহ’ রচনার লেখকের আগ্রহ হয়?
  • ‘ড. নুরুল হক দীর্ঘ বছর পর তার জ্ঞাতিদের দেখতে গ্রামের বাড়ি গিয়েছিলেন।’ ড. নুরুল হকের সঙ্গে ‘গৃহ’ প্রবন্ধের কোন চরিত্রের মিল করা যায়?
  • শরাফত উকিলের বাড়ির মহিলারা অতিশয় শান্তশিষ্ট মিষ্টভাষিণী হলেও তারা ছিলেন-
  • শরাফত উকিলের বাড়িতে লেখকদের অভ্যর্থনা কেমন ছিল?
  • শরাফত উকিলের পত্নীর নাম কী?
  • সম্পর্কে জমিলা শরাফত উকিলের কী হয়? জ্ঞান।
  • জমিলাকে কে তাদের বাড়িতে যেতে অনুরোধ করেছিলেন?
  • বাড়ির বাইরে না যাওয়াকে জমিলা কী হিসেবে দেখে?
  • ‘গৃহ’ প্রবন্ধের জমিলা কোন কাজটি কখনো করেনি?
  • Download our App Bissoy