এইচএসসি বাংলা ১ম পত্র ফেব্রুয়ারি ১৯৬৯ এমসিকিউ প্রশ্ন

  • শামসুর রাহমানের জন্ম তারিখ কোনটি?
  • শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?
  • শামসুর রহমানের পিতার নাম কী?
  • শামসুর রহমান কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাস করেন?
  • শামসুর রাহমান কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন?
  • শামসুর রাহমান কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
  • শামসুর রাহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
  • শামসুর রাহমান কী দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন?
  • শামসুর রাহমানের কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
  • মুক্তিযুদ্ধকালে কবি কোন ছদ্ম কবিতা লিখতেন?
  • মৃত্যুর পূর্ব পর্যন্ত শামসুর রাহমানের কাব্যগ্রস্থ প্রকাশিত হয়েছে –
  • ‘বন্দী শিবির থেকে এবং ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ বিখ্যাত এ কাব্যগ্রস্থ দুটির কবি কে?
  • শামসুর রাহমানের রচিত কাব্যগ্রস্থ হলো-
  • কবি শামসুর রাহমান পেশায় ছিলেন-
  • ১৯৮৭ খ্রিষ্টাব্দে স্বৈরাচারী বিরোধী গণআন্দোলনে একাত্মতা প্রকাশ করে কবি কোন পত্রিকা থেকে পদত্যাগ করেন?
  • শামসুর রাহমান স্বাধীনতা পুরস্কার পান-
  • শামসুর রাহমান একুশে পদক পান-
  • কোন গ্রন্থটি শামসুর রাহমানের রচনা নয়?
  • কোনটি শামসুর রাহমান রচিত উপন্যাস নয়?
  • কোন কবিকে তাঁরই ইচ্ছানুসারে মায়ের সমাধির মধ্যে সমাহিত করা হয়?
  • কোনটি শামসুর রাহমানের মৃত্যু সন?
  • ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবির স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে কী?
  • ‘একুশের কৃষ্ণচূড়া’ কথাটি আমাদের কী স্মরণ করিয়ে দেয়?
  • কোন রং চোখে ভালো লাগে না?
  • ‘এখন সে রঙে চেয়ে গেছে পথঘাট, সারাদেশ’’- এখানে কোন রঙের কথা বলা হয়েছে?
  • প্রাত্যহিকতায় আমাদের মনে সারাক্ষণ যে রং দোলা দেয় তা হলো-
  • ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় উল্লেখকৃত কবি এবং কবির মতোই বহু লোকএখন কোথায় আছে?
  • “রাত্রিদিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা, আধমরা কেউ’’ -এর পরের চরণটি হলো-
  • …… কেউ মরা, আধমরা কেউ কেউ বা ভীষণ জেদী, দারুণ বিপ্লবে পেটে পড়া’’— চরণ দুটির সমর্থ হলো-
  • “বরকত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে’’- এই চরণটির আগের চরণ হলো-
  • ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় উল্লেখকৃত উন্মথিত মেঘনার সাথে কার বুকের তুলনা করা হয়েছে?
  • কোনটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা থেকে নেওয়া উপমা?
  • বরকত গাঢ় উচ্চারণে কী বলে?
  • ‘‘এখনো- রক্তে দুঃখিনী — অংশুজলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে।’’ খালিঘরের উপযুক্ত শব্দ হলো-
  • ‘‘ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে’’ -চরণটির পরের চরণ কোনটি?
  • ‘ফেব্রুয়ারী ১৯৬৯’ কবিতাটির শেষ চরণ কোনটি?
  • ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় মোন কয়টি চরণ আছে?
  • সকাল সন্ধ্যায় বলতে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবি কী বুঝিয়েছেন?
  • সর্বদলীয় ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করা হয় কত তারিখে?
  • ‘গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কত তারিখে?
  • Download our App Bissoy