এইচএসসি বাংলা ১ম পত্র বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন এমসিকিউ প্রশ্ন

  • লেখকদের ‘লোকরঞ্জন-প্রবৃত্তি’ প্রবল হয়ে ওঠে কী কারণে?
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘লেখা’ বিলম্বে ছাপাতে বলেছেন কেন?
  • • উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
  • কবিতাংশের ভাব ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের লেখকের যে নিবেদনের সাথে সাদৃশস্যপূর্ণ তা হলো-
  • ১৮৩৮ খ্রিষ্টাব্দের ২৬শে জুন কোন সাহিত্যিকের জন্ম তারিখ?
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন?
  • বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কী ছিলেন?
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কী হিসেবে খ্যাতি ছিল?
  • বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা কতটি?
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চাকরিসূত্রে কোথায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন?
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন?
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী?
  • ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে?
  • কত খ্রিষ্টাব্দে ‘সম্বাদ প্রভাকর’ পত্রিকায় বঙ্কিমচন্দ্রের প্রথম কবিতা প্রকাশিত হয়?
  • ‘রাজসিংহ’ উপন্যাসের লেখক কে?
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাসটির নাম কী?
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী?
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?
  • ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার শুরুতে লেখক কীসের জন্য লিখতে নিষেধ করেছেন?
  • যশের জন্য লিখলে কী হবে?
  • কোন ক্ষেত্রে লেখক যশের অধিকারী হবেন?
  • লেখকের মতে লেখা ভালো হলে কোনটি নিশ্চিত?
  • রচনার দ্বিতীয় অনুচ্ছেদে লেখক কীসের জন্য লিখতে বারণ করেছেন?
  • প্রবন্ধ অনুসারে কোথায় অনেকে টাকার জন্য লেখে এবং টাকাও পায়?
  • ‘আমাদের এখনও সে দিন হয় নাই’- কোন দিন?
  • অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের কোন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে?
  • আমাদের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে লোকরঞ্জন করা হলে রচনা কেমন হয়ে ওঠে?
  • আমাদের সাধারণ পাঠকের মনোরঞ্জন করে সাহিত্য রচনা করা হলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে ওঠে কেন?
  • বঙ্কিমচন্দ্রের মতে, সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটি?
  • ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধে কোনটি সাহিত্য রচনার অন্যতম উদ্দেশ্য বলা হয়েছে?
  • ‘তবে অবশ্য লিখিবেন’— কোন ক্ষেত্রে?
  • মানবকল্যাণ ও সৌন্দর্য সৃষ্টি ব্যতীত অন্য উদ্দেশ্যে সাহিত্য রচয়িতাদের লেখক কাদের সাথে তুলনা করেছেন?
  • ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনায় কোন ব্যবসায়ীদের নীচ শ্রেণির বলা হয়েছে?
  • বাঁধন নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য স্থানীয় দুর্নীতিবাজ নেতার পক্ষাবলম্বন করে প্রবন্ধ লিখল। বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনা অনুসারে সে কোন শ্রেণির লোকদের সমতুল্য?
  • বঙ্কিমচন্দ্রের মতে কোন প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না?
  • ‘সুতরাং তাহা একেবারে পরিহার্য’ –কোনটি?
  • সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কী বলেছেন?
  • লেখাকে কিছুকাল ফেলে রাখলে কী লাভ হয়?
  • রচনার উৎকর্ষ সাধনের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শ কী?
  • রুমকি লেখা শেষ হবার সাথে সাথে পরীক্ষার খাতা জমা দেয় না। হাতে অন্তত পাঁচ মিনিট সময় রেখে লেখা শেষ করে এবং পুরো খাতায় একবার চোখ বুলিয়ে দেখে সব ঠিকঠাক আছে কি না। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার কোন উক্তিটি অনুচ্ছেদের ক্ষেত্রে প্রযোজ্য?
  • Download our App Bissoy