সাধারণত কঠোর পরিশ্রমের পর সাথে সাথে গোসল করাটা ঠিক নয় । একটু জিরিয়ে নিয়ে শরীরটাকে ঠান্ডা করে গোসল করাই নাকি ভালো । আপনি হয়তো জানেন প্রচন্ড গরমকালে বাইরে থেকে এসে সাথে সাথে গোসল না করার পরামর্শ দেন বড়রা । এই একই কারণে । তত্ক্ষনাত গোসল করলে নাকি ঠান্ডা লেগে যায় । আরো অন্য সমস্যাও হতে পারে ।