আমি আর এসি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পড়তেছি। ডিপ্লোমা শেষে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাই । ডিপ্লোমাতে কত CGPA হলে আমি বিদেশে যেতে পারবো !! তাছাড়া আর এসি এর জন্য কোন দেশে গেলে ভালো হবে। স্কলারশিপ এর নিয়ম কেমন!! বিদেশে কোনো ভার্সিটিতে ফ্রিতে পড়বো কিভাবে? বা টাকাতে পড়লে কোন দেশে কেমন টাকা লাগতে পারে?