"দাদা" মানে "ভাই" ।সেই হিসেবে আপনার বাবা আপনার ভাতিজা বা ভাইয়ের ছেলে।(যদিও এটা ভুল ধারণা তবুও আপনাকে বুঝানোর জন্য)আর ভাতিজার ছেলে অর্থ্যাৎ আপনার বাবার ছেলে মানে আপনি অথবা আপনার আপন ভাই।এভাবেই আপনার ভাতিজার ছেলে আপনি নিজে।কিন্তু বাবাকে সত্যিকারে ভাতিজা মনে করা যাবে না।বাবা তো বাবাই।