আমি সেটা বলিনি, মানুষ তার কর্মের জন্য নিজেই দায়ী।।। তিনি আমাদের বিবেগ বুদ্ধি দিয়েছেন যাতে আমরা এটা খাটিয়ে ভালো মন্দবিচার করতে পারি।। কিন্তু আদৌ কেউ সেটা ভালো কাজে না খারাপ কাজে ব্যবহার করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।। আমি বললাম যে এই পুরো পৃথিবী কে নিয়ন্ত্রণ করছে, এই যে প্রতিদিন সূর্য ওঠে আবার অস্ত যায়, দিন শেষে রাত আবার রাত শেষে দিন আসে এটা কে নিয়ন্ত্রণ করছে?