সূর্যতাপ ভূপৃষ্ঠের অর্থাৎ পুকুর খালবিল নদী ও সমুদ্রের পানীকে জলীয় বাষ্পে পরিণত করে*জলীয়বাষ্প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়*ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে আকাশে মেঘ হিসেবে ঘুরে বেড়ায়*অতঃপর মেঘের পানিকণাগুলো একত্রিত হয়ে আকারে বড় হয়ে বৃষ্টিরুপে মাটিতে পড়ে*এভাবেই বৃষ্টি হয়