যেহেতু,প্রসাশকরা বর্তমানে বিস্ময়ে কোন কার্যক্রম করেন না।এবং সমন্বয়ক ও বিশেষজ্ঞদের সংখ্যা খুব কম।মানে খুব কম সংখ্যক জন কার্যক্রম করে।এই "প্রশ্নের "উত্তরে এটা জানা গেছে। অল্প সংখ্যক সমন্বয়ক ও বিশেষজ্ঞ বিস্ময় পরিচালনা করতে পারছে না।আর সমন্বয়করা শুধু পদোন্নতি করতে পারে তাই তারা চালাতে না পারলে বিস্ময় শুধু বিশেষজ্ঞ নিয়েই থাকবে।তারপর আস্তে আস্তে বিশেষজ্ঞরা চালাতে পারবেন না তখন কেউ বিস্ময় পরিচালনা করতে পারবে না। তাই বর্তমানে যে সকল সমন্বয়ক কার্যক্রম করে। তাদের কাছে অনুরোধ আপনারা অন্যান্য সদস্যদেরকে(যারা এখনো কোন পদ পায়নি) যারা নিয়মিত ও ভালো কার্যক্রম করে ।তাদেরকে সমন্বয়ক ও বিশেষজ্ঞ পদে পদোন্নতি করবেন।যাতে একদিন অনুপস্থিতিতে বিস্ময়কে পরিচালনা করতে পারে।
ধন্যবাদ ।