Call
বাবা ছোট মেয়েটির নাম সুভা রেখেছিলেন কেন? উত্তর: অন্য দুই মেয়ের নামের সাথে মিলিয়ে রাখার জন্য বাবা ছোট মেয়েটির নাম সুভা রেখেছিলেন। সুভাষিণী ছিল বাবা-মায়ের তৃতীয় সন্তান। সংক্ষেপে সবাই তাকে সুভা বলে ডাকত। সুভার বড় দুই বোনের নাম সুকেশিনী ও সুহাসিনী। তিন বোনের নামের সাথে মিল রাখার জন্য তৃতীয় মেয়ের নাম সুভাষিণী রেখেছিলে বাবা বাণীকণ্ঠ। তার নাম রাখার সময় জানতেন না যে সুভা বড় হয়ে কথা বলতে পারবে না।
Talk Doctor Online in Bissoy App